ETV Bharat / sitara

'হাউজ়' থেকে 'হোম' হওয়ার গল্প শোনালেন তাপসী - তাপসী পান্নুর খবর

'হাউজ়' তখনই 'হোম' হয়ে ওঠে, যখন সেখানে পরিবার থাকে, মনে করেন তাপসী পান্নু ।

taapsee pannu apartment
taapsee pannu apartment
author img

By

Published : Apr 26, 2020, 8:13 PM IST

মুম্বই : আজ তিনি অনেক বড় অভিনেত্রী । নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা খুঁজে নিয়েছেন তাপসী পান্নু । তবে এখনও তাঁর পা মাটিতেই থাকে । প্রথম বাড়ি কেনার সেই অনুভূতি এখনও ভোলেননি তিনি ।

নীল দরজাওয়ালা সেই প্রথম কেনা বাড়ির ছবি শেয়ার করেছেন তাপসী । লিখেছেন, "আজকের দিনে আমি আমার অ্যাপার্টমেন্ট পেয়েছিলাম, সমস্ত ইন্টেরিয়র ডেকোরেশন সমেত । কি অদ্ভুত ! সেদিন আমি 'মনমরজ়িয়াঁ'-র শুটিং করতে গেলাম আমার পুরোনো ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্ট থেকে আর ফিরলাম যখন নতুন অ্যাপার্টমেন্টে এসে উঠলাম ।"

ঠিক যেন একটা নতুন অধ্য়ায় শুরু হল তাপসীর জীবনে । পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে শিফ্ট করা কোনও ব্যাপারই মনে হয়নি তাপসীর । কারণ তাঁর মা আর বোন পুরোটা সামলেছিলেন ।

তাই তাপসীর মনে হয়, "তুমি যতই পরিশ্রম কর না কেন, একটা বাড়ি তখনই হোম হয়ে ওঠে, যখন সেখানে তোমার পরিবার থাকে ।"

তাপসী এখন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী । তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'থাপ্পড়' বেশ প্রশংসা পায় সমালোচকদের কাছে । এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, 'হাসিন দিলরুবা', 'রশমি রকেট' ও 'সাবাস মিতু'-র মতো ছবি ।

মুম্বই : আজ তিনি অনেক বড় অভিনেত্রী । নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা খুঁজে নিয়েছেন তাপসী পান্নু । তবে এখনও তাঁর পা মাটিতেই থাকে । প্রথম বাড়ি কেনার সেই অনুভূতি এখনও ভোলেননি তিনি ।

নীল দরজাওয়ালা সেই প্রথম কেনা বাড়ির ছবি শেয়ার করেছেন তাপসী । লিখেছেন, "আজকের দিনে আমি আমার অ্যাপার্টমেন্ট পেয়েছিলাম, সমস্ত ইন্টেরিয়র ডেকোরেশন সমেত । কি অদ্ভুত ! সেদিন আমি 'মনমরজ়িয়াঁ'-র শুটিং করতে গেলাম আমার পুরোনো ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্ট থেকে আর ফিরলাম যখন নতুন অ্যাপার্টমেন্টে এসে উঠলাম ।"

ঠিক যেন একটা নতুন অধ্য়ায় শুরু হল তাপসীর জীবনে । পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে শিফ্ট করা কোনও ব্যাপারই মনে হয়নি তাপসীর । কারণ তাঁর মা আর বোন পুরোটা সামলেছিলেন ।

তাই তাপসীর মনে হয়, "তুমি যতই পরিশ্রম কর না কেন, একটা বাড়ি তখনই হোম হয়ে ওঠে, যখন সেখানে তোমার পরিবার থাকে ।"

তাপসী এখন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী । তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'থাপ্পড়' বেশ প্রশংসা পায় সমালোচকদের কাছে । এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, 'হাসিন দিলরুবা', 'রশমি রকেট' ও 'সাবাস মিতু'-র মতো ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.