মুম্বই : তাপসী পান্নুর আপকামিং ছবি 'থাপ্পড়'। ছবিটি নিয়ে তিনি খুবই আশাবাদী । নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে ছবিটি । সম্প্রতি কিডস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বছর শুরু হচ্ছে 'থাপ্পড়' দিয়ে । দেখা যাক কতটা জোরে লাগে ।" মজার ছলেই একথা বলেন তিনি ।
আগামী বছর 28 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'থাপ্পড়'। পরিচালনায় অনুভব সিনহা । এই ছবি নিয়ে খুবই আশাবাদী তাপসী । এর পাশাপাশি আগামীবছর তাঁর প্রায় চার থেকে পাঁচটি ছবি মুক্তি পাবে । বলেন, "আমার চার থেকে পাঁচটি ছবি মুক্তি পাবে আগামী বছর । 'থাপ্পড়' দিয়ে বছর শুরু হতে চলেছে । এখন দেখার যে সেটা কতটা জোরে লাগে ।"
এই প্রথমবার কিডস চয়েস অ্যাওয়ার্ডে অংশ নিয়েছেন তাপসী । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলিতে কী হয় তা আমার জানা ছিল না । এবার এখানে এসে তা জানতে পারলাম । ডেবিউট্যান্ট হিসেবে এখানে এসেছিলাম ।"
আপকামিং প্রোজেক্ট ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পাশাপাশি নিজের ইচ্ছের কথাও জানান অভিনেত্রী । বলেন, অ্যাভেঞ্জার্সের মতো ছবিতে কাজ করার ইচ্ছে আছে তাঁর । কারণ সেখানে ভারতীয় সুপারহিরোর সংখ্যা খুবই কম ।
সিনেমার শুটিং, অনুষ্ঠান তো সব সময় চলতেই থাকবে । কিন্তু, তা বলে নতুন বছরে কোনও পরিকল্পনা থাকবে না এটা কখনও হয় ? নিউ ইয়ারের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, "ছুটি কাটাতে বোনের সঙ্গে মরিশাস যাচ্ছি ।" তবে নিউ ইয়ারের জন্য ফ্যানদের বার্তা দিতে ভোলেননি তিনি । এমনকী, সুন্দরভাবে নতুন বছর শুরু করার পরামর্শ দিয়েছেন । বলেন, "সাফল্যের পাশাপাশি ব্যর্থতাকে সেলিব্রেট করুন । কারণ বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটা শেষ হয়ে গেছে । নতুন বছরে খুব মজা করুন ।"
শেষবার 'ষাণ্ড কি আঁখ' ছবিতে দেখা গিয়েছিল তাপসীকে । সেখানে ভূমি পেডনেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি ।