ETV Bharat / sitara

'সকালের চা স্পেশালিস্ট' তাপসী - তাপসী পান্নু

'থাপ্পড়' ছবির একটি দৃশ্য ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাপসী পান্নু । সেখানে হাতে চায়ের ট্রে নিয়ে দেখা গেছে তাঁকে ।

dfg
dfg
author img

By

Published : Feb 12, 2020, 12:05 PM IST

মুম্বই : পরনে গোলাপি সালোয়ার । এক পেশে করে বাঁধা চুল । হাতে চায়ের ট্রে । তার মধ্যে রয়েছে চায়ের ফ্লাস্ক, একটা কাপ ও এক বাটি চিনি । আর এই লুকেই ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তাপসী পান্নু । ছবির ক্যাপশনে লেখেন, "সকালের চা স্পেশালিস্ট...অমৃতা"

'থাপ্পড়' ছবিতে তাপসীর চরিত্রর নাম অমৃতা । যেখানে তাঁকে একজন গৃহবধূ হিসেবে দেখতে পাবেন দর্শকরা । পারিবারিক হিংসাকে কেন্দ্র করে তৈরি ছবিটি । ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার । একটি চড় বদলে দেয় অমৃতার জীবনের সব কিছু । এতদিন পরিবারের যে সব বিষয় তার চোখের সামনে আসেনি । একটা চড় তার সামনে সেই বিষয়গুলোকেই স্পষ্ট করে দেয় ।

গতকাল মুক্তি পেয়েছে ছবির আরও একটি ট্রেলার । তবে ট্রেলারের শুধুমাত্রই তাপসীকে থাপ্পড় মারার দৃশ্যটি তুলে ধরা হয়েছে । এরপর দর্শকদের তাপসী বলেন, "পুরো ট্রেলারটা দেখার অপেক্ষা করছেন ? আপনি হয়তো এই থাপ্পড়কে ভুলতে পারেন, এগিয়ে যেতে পারেন, আমি পারব না । এই থাপ্পড় আমার জন্য ছোটো ব্যাপার নয় ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তারপর দর্শকদের কাছে ট্রেলারটিকে রিপোর্ট করার অনুরোধ করেন তাপসী । কারণ এই ট্রেলারকে যদি সবাই রিপোর্ট করেন তাহলে এটাই সবথেকে বেশি রিপোর্টেড ট্রেলার হয়ে উঠবে । এর ফলে ইন্টারনেটে এই ধরনের ভিডিয়োর কোনও জায়গাই থাকবে না বলেও জানিয়েছেন তিনি ।

28 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'থাপ্পড়' । তবে ছবিটি দর্শকদের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার ।

মুম্বই : পরনে গোলাপি সালোয়ার । এক পেশে করে বাঁধা চুল । হাতে চায়ের ট্রে । তার মধ্যে রয়েছে চায়ের ফ্লাস্ক, একটা কাপ ও এক বাটি চিনি । আর এই লুকেই ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তাপসী পান্নু । ছবির ক্যাপশনে লেখেন, "সকালের চা স্পেশালিস্ট...অমৃতা"

'থাপ্পড়' ছবিতে তাপসীর চরিত্রর নাম অমৃতা । যেখানে তাঁকে একজন গৃহবধূ হিসেবে দেখতে পাবেন দর্শকরা । পারিবারিক হিংসাকে কেন্দ্র করে তৈরি ছবিটি । ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার । একটি চড় বদলে দেয় অমৃতার জীবনের সব কিছু । এতদিন পরিবারের যে সব বিষয় তার চোখের সামনে আসেনি । একটা চড় তার সামনে সেই বিষয়গুলোকেই স্পষ্ট করে দেয় ।

গতকাল মুক্তি পেয়েছে ছবির আরও একটি ট্রেলার । তবে ট্রেলারের শুধুমাত্রই তাপসীকে থাপ্পড় মারার দৃশ্যটি তুলে ধরা হয়েছে । এরপর দর্শকদের তাপসী বলেন, "পুরো ট্রেলারটা দেখার অপেক্ষা করছেন ? আপনি হয়তো এই থাপ্পড়কে ভুলতে পারেন, এগিয়ে যেতে পারেন, আমি পারব না । এই থাপ্পড় আমার জন্য ছোটো ব্যাপার নয় ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তারপর দর্শকদের কাছে ট্রেলারটিকে রিপোর্ট করার অনুরোধ করেন তাপসী । কারণ এই ট্রেলারকে যদি সবাই রিপোর্ট করেন তাহলে এটাই সবথেকে বেশি রিপোর্টেড ট্রেলার হয়ে উঠবে । এর ফলে ইন্টারনেটে এই ধরনের ভিডিয়োর কোনও জায়গাই থাকবে না বলেও জানিয়েছেন তিনি ।

28 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'থাপ্পড়' । তবে ছবিটি দর্শকদের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.