ETV Bharat / sitara

শুটিংয়ের দিনগুলোর 'পাগলামি' মিস করছেন তাপসী - taapsee pannu is missing the madness

একটি ছবি শেয়ার করে তাপসী লেখেন, "শুটিংয়ের সময়কার সেই পাগলামিটাকে মিস করছি । খুব তাড়াতাড়ি ওই পরিস্থিতির মধ্যে আবার ফিরতে চাই ।"

sdf
sdf
author img

By

Published : Apr 21, 2020, 2:44 PM IST

Updated : Apr 22, 2020, 4:28 PM IST

মুম্বই : একটা সিনেমার সঙ্গে যুক্ত থাকেন অনেকগুলি মানুষ । তাই শুটিংয়ের সময় এতজন মানুষের সঙ্গে কাজ করতে খুবই উপভোগ করেন তারাকারা । কত মানুষের সঙ্গে পরিচয় হয় তাঁদের । সেখানকার চিৎকার, ব্যস্ততা, ঝগড়া চলে সব কিছুই । কিন্তু, এই লকডাউনের মধ্যে এখন আর কিছুই সম্ভব হচ্ছে না । আর সেই কারণেই মন খারাপ তাপসী পান্নুর ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে অনেকদিন আগেই শুটিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল । তার সেই কারণে বন্ধ করে দেওয়া হয় শুটিং । পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কোনও শুটিং চালু হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে । আর সেই কারণে এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারাকারা । বাদ যাননি তাপসীও ।

বাড়িতে বসে এখন পুরোনো কথা চিন্তা করছেন তিনি । ক্যামেরার পিছনে থাকা একাধিক কাহিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করছেন । সম্প্রতি আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি । 'মনমরজ়িয়া' ছবির একটি দৃশ্যের শুটিংয়ের আগের অবস্থা তুলে ধরেছেন । ছবিতে একটি স্কুটির উপর গালে হাত দিয়ে বসে রয়েছেন তাপসী । আর তাঁর পিছনে দৃশ্যটিকে রেডি করছেন অনেকেই ।

এই ছবি শেয়ার করে তাপসী লেখেন, "শুটিংয়ের সময়কার সেই পাগলামিটাকে মিস করছি । খুব তাড়াতাড়ি ওই পরিস্থিতির মধ্যে আবার ফিরতে চাই ।"

2018 সালে মুক্তি পাওয়া এই ছবিতে এক পঞ্জাবি যুবতি রুমি বাগ্গার চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী । এছাড়াও ছিলেন ভিকি কৌশল ও অভিষেক বচ্চন । ছবিতে একজন পার্ট টাইম ডিজের চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি । আর অভিষেক একজন ব্যাঙ্কার । ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হয় ছবিটি । পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ । শুটিং হয় অমৃতসরে ।

তবে এটাই প্রথমবার নয় । এর আগেও বিভিন্ন সিনেমার ক্যামেরার পিছনের গল্প তুলে ধরেছিলেন তাপসী । কখনও 'নাম শাবানা', আবার কখনও 'পিঙ্ক' বা 'চশমে বাদোর' সিনেমার শুটিংয়ের সময় ক্যামেরার পিছনে থাকা গল্পগুলি তুলে ধরেছেন তিনি ।

মুম্বই : একটা সিনেমার সঙ্গে যুক্ত থাকেন অনেকগুলি মানুষ । তাই শুটিংয়ের সময় এতজন মানুষের সঙ্গে কাজ করতে খুবই উপভোগ করেন তারাকারা । কত মানুষের সঙ্গে পরিচয় হয় তাঁদের । সেখানকার চিৎকার, ব্যস্ততা, ঝগড়া চলে সব কিছুই । কিন্তু, এই লকডাউনের মধ্যে এখন আর কিছুই সম্ভব হচ্ছে না । আর সেই কারণেই মন খারাপ তাপসী পান্নুর ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে অনেকদিন আগেই শুটিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল । তার সেই কারণে বন্ধ করে দেওয়া হয় শুটিং । পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কোনও শুটিং চালু হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে । আর সেই কারণে এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারাকারা । বাদ যাননি তাপসীও ।

বাড়িতে বসে এখন পুরোনো কথা চিন্তা করছেন তিনি । ক্যামেরার পিছনে থাকা একাধিক কাহিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করছেন । সম্প্রতি আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি । 'মনমরজ়িয়া' ছবির একটি দৃশ্যের শুটিংয়ের আগের অবস্থা তুলে ধরেছেন । ছবিতে একটি স্কুটির উপর গালে হাত দিয়ে বসে রয়েছেন তাপসী । আর তাঁর পিছনে দৃশ্যটিকে রেডি করছেন অনেকেই ।

এই ছবি শেয়ার করে তাপসী লেখেন, "শুটিংয়ের সময়কার সেই পাগলামিটাকে মিস করছি । খুব তাড়াতাড়ি ওই পরিস্থিতির মধ্যে আবার ফিরতে চাই ।"

2018 সালে মুক্তি পাওয়া এই ছবিতে এক পঞ্জাবি যুবতি রুমি বাগ্গার চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী । এছাড়াও ছিলেন ভিকি কৌশল ও অভিষেক বচ্চন । ছবিতে একজন পার্ট টাইম ডিজের চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি । আর অভিষেক একজন ব্যাঙ্কার । ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হয় ছবিটি । পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ । শুটিং হয় অমৃতসরে ।

তবে এটাই প্রথমবার নয় । এর আগেও বিভিন্ন সিনেমার ক্যামেরার পিছনের গল্প তুলে ধরেছিলেন তাপসী । কখনও 'নাম শাবানা', আবার কখনও 'পিঙ্ক' বা 'চশমে বাদোর' সিনেমার শুটিংয়ের সময় ক্যামেরার পিছনে থাকা গল্পগুলি তুলে ধরেছেন তিনি ।

Last Updated : Apr 22, 2020, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.