ETV Bharat / sitara

প্রকাশ্যে তাপসীর 'লুপ লাপেটা' লুক - প্রকাশ্যে তাপসীর লুপ লাপেটার ফার্স্টলুক

ইনস্টাগ্রামে আজ একটি ছবি পোস্ট করেন তাপসী । সেখানে বাথরুমে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে ।

sdf
sdf
author img

By

Published : Feb 2, 2021, 11:25 AM IST

মুম্বই : বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন তাপসী পান্নু । যে কোনও চরিত্রকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন । আর সেই কারণে কখনও গৃহবধূ, কখনও আবার অ্যাথলিট, তো কখনও খেলোয়াড়ের চরিত্র অনায়াসেই ফুটিয়ে তোলেন তিনি । তাঁর আপকামিং ছবি 'লুপ লাপেটা'। প্রকাশ্যে এল ছবিতে তাঁর ফার্স্টলুক ।

ইনস্টাগ্রামে আজ একটি ছবি পোস্ট করেন তাপসী । সেখানে বাথরুমে কমোডের উপর বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । পরনে শর্টস, সবুজ টি শার্ট আর অগোছালো করে বাঁধা রয়েছে চুল ।

এই ছবির ক্যাপশনে তাপসী লেখেন, "জীবনে কখনও কখনও এমন সময় আসে যখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে, কীভাবে আমি এটা শেষ করলাম ? আমিও এখন সেটাই ভাবছি । আমি স্যাভি আর আপনাদের একটা পাগল করা যাত্রায় স্বাগত জানাচ্ছি #লুপলাপেটা"। ছবিতে তাপসীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাহির রাজ ভাসিনকে ।

এই ছবি আসলে জার্মান ছবি 'রান লোলা রান'-এর হিন্দি রিমেক । 1998 সালে মুক্তি পেয়েছিল 'রান লোলা রান'। পরিচালনা করেছিলেন টম টেকার । হিন্দিতে ছবিটি পরিচালনা করছেন আকাশ ভাটিয়া । আর এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে তাঁর । এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সোনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়া, এলিপসিস এন্টারটেনমেন্ট ও আয়ুষ মহেশ্বরী । সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই মুক্তি পাবে 'লুপ লাপেটা'।

মুম্বই : বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন তাপসী পান্নু । যে কোনও চরিত্রকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন । আর সেই কারণে কখনও গৃহবধূ, কখনও আবার অ্যাথলিট, তো কখনও খেলোয়াড়ের চরিত্র অনায়াসেই ফুটিয়ে তোলেন তিনি । তাঁর আপকামিং ছবি 'লুপ লাপেটা'। প্রকাশ্যে এল ছবিতে তাঁর ফার্স্টলুক ।

ইনস্টাগ্রামে আজ একটি ছবি পোস্ট করেন তাপসী । সেখানে বাথরুমে কমোডের উপর বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । পরনে শর্টস, সবুজ টি শার্ট আর অগোছালো করে বাঁধা রয়েছে চুল ।

এই ছবির ক্যাপশনে তাপসী লেখেন, "জীবনে কখনও কখনও এমন সময় আসে যখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে, কীভাবে আমি এটা শেষ করলাম ? আমিও এখন সেটাই ভাবছি । আমি স্যাভি আর আপনাদের একটা পাগল করা যাত্রায় স্বাগত জানাচ্ছি #লুপলাপেটা"। ছবিতে তাপসীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাহির রাজ ভাসিনকে ।

এই ছবি আসলে জার্মান ছবি 'রান লোলা রান'-এর হিন্দি রিমেক । 1998 সালে মুক্তি পেয়েছিল 'রান লোলা রান'। পরিচালনা করেছিলেন টম টেকার । হিন্দিতে ছবিটি পরিচালনা করছেন আকাশ ভাটিয়া । আর এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে তাঁর । এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সোনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়া, এলিপসিস এন্টারটেনমেন্ট ও আয়ুষ মহেশ্বরী । সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই মুক্তি পাবে 'লুপ লাপেটা'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.