মুম্বই : এতদিন 'রশমি রকেট'-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তাপসী পান্নু । আর এবার পরবর্তী ছবির জন্য প্রস্তুতি শুরু করলেন তিনি । ছবির নাম 'লুপ লাপেটা'। সেখানে তাহির রাজ ভাসিনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।
আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তাপসী । সেখানে ট্র্যাকের মধ্যে দৌড়াতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "একটা দৌড় শেষ । এবার লোলা পরিবারের উদ্দেশে দৌড় শুরু । এটা খুবই মজাদার হতে চলেছে । #রশমি রকেট #লুপ লাপেটা"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'লুপ লাপেটা' আসলে জার্মান ছবি 'রান লোলা রান'-এর হিন্দি রিমেক । 1998 সালে মুক্তি পেয়েছিল 'রান লোলা রান'। পরিচালনা করেন টম টেকার । হিন্দিতে ছবিটি পরিচালনা করবেন আকাশ ভাটিয়া । আর এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর । ছবিটি প্রযোজনা করবে সোনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়া, এলিপসিস এন্টারটেনমেন্ট ও আয়ুষ মহেশ্বরী ।
'রশমি রকেট' ছবিতে গুজরাতের একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাপসীকে । আর তাঁর অনস্ক্রিন স্বামীর চরিত্রে দেখা যাবে প্রিয়াংশু পেনিউলিকে । ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা । পরিচালনায় আকর্ষ খুরানা ।
সব ঠিক থাকলে আগামী বছর হলে মুক্তি পাবে ছবিটি ।