ETV Bharat / sitara

ঘরোয়া উপায়ে AC ঠিক করলেন তাপসী - taapsee ac stops working in lockdown

গরমের মধ্যে বিগড়ে গিয়েছিল তাপসীর বাড়ির AC । বুদ্ধি করে ঘরোয়া উপায় তা মেরামত করেন তিনি ।

df
sdf
author img

By

Published : May 18, 2020, 8:27 AM IST

Updated : May 18, 2020, 9:12 AM IST

মুম্বই : লকডাউনের মধ্যে গৃহবন্দী সবাই । বাদ যাচ্ছেন না তারকারাও । হোম কোয়ারানটিনে রয়েছেন তাঁরা । এদিকে গ্রীষ্মকাল হওয়ায় রোদের তীব্রতাও খুবই বেশি । আর বাড়িতে গরমকে কাবু করতে একমাত্র ভরসা AC । কিন্তু, এই পরিস্থিতির মধ্যে সেটাই যদি বিগড়ে যায় তাহলে খুবই সমস্যা । সম্প্রতি এই সমস্যায় পড়েছিলেন তাপসী পান্নু । যদিও ঘরোয়া উপায়ে পরিস্থিতি সামাল দেন তিনি ।

বাইরের আবহাওয়া এখন খুবই গরম । এদিকে লকডাউনের জেরে বন্ধ শুটিং । ফলে হাতে কোনও কাজ নেই তারকাদের । বাড়িতেই দিন কাটাচ্ছেন তাঁরা । তবে বাড়ির মধ্যে গরম থেকে বাঁচতে একমাত্র ভরসা AC । এদিকে গরমের মধ্যে বিগড়ে যায় তাপসীর AC । আর লকডাউনের মধ্যে সারাইকর্মীদের পাওয়া একেবারেই সম্ভব নয় । তাই নিজেই মাথা খাটিয়ে ঘরোয়া উপায়ে মুশকিল আসান করলেন তাপসী ।

তাপসীর AC থেকে জল বেরিয়ে যাচ্ছিল । ফলে গোটা ঘর ভরতি হচ্ছিল জলে । কিন্তু, গরমের ঠেলায় AC না চালালেও নয় । তাই এই পরিস্থিতিতে মাথা থেকে একটি বুদ্ধি বের করেন তাপসী । যেই পাইপ থেকে জল বেরিয়ে যাচ্ছিল সেই পাইপের সঙ্গে দুটি ওড়না বেঁধে ঝুলিয়ে দেন । আর ওড়ার নিচে রাখেন একটি বালতি । এর ফলে জল ওড়না বেয়ে নিচে রাখা বালতির মধ্যে পড়ে । ফলে AC চালালিয়ে জল লিক করলেও কোনও সমস্যা হবে না ।

সম্প্রতি এই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তাপসী । সেখানেই ঘটনার কথা উল্লেখ করেছিলেন তিনি ।

কাজের দিক থেকে শেষবার 'থাপ্পড়' ছবিতে অভিনয় করেছিলেন তাপসী । এছাড়া এখন 'হাসিন দিলরুবা', 'রেশমি রকেট' ও 'শাবাস মিথু'-র ছবি রয়েছে তাপসীর হাতে ।

মুম্বই : লকডাউনের মধ্যে গৃহবন্দী সবাই । বাদ যাচ্ছেন না তারকারাও । হোম কোয়ারানটিনে রয়েছেন তাঁরা । এদিকে গ্রীষ্মকাল হওয়ায় রোদের তীব্রতাও খুবই বেশি । আর বাড়িতে গরমকে কাবু করতে একমাত্র ভরসা AC । কিন্তু, এই পরিস্থিতির মধ্যে সেটাই যদি বিগড়ে যায় তাহলে খুবই সমস্যা । সম্প্রতি এই সমস্যায় পড়েছিলেন তাপসী পান্নু । যদিও ঘরোয়া উপায়ে পরিস্থিতি সামাল দেন তিনি ।

বাইরের আবহাওয়া এখন খুবই গরম । এদিকে লকডাউনের জেরে বন্ধ শুটিং । ফলে হাতে কোনও কাজ নেই তারকাদের । বাড়িতেই দিন কাটাচ্ছেন তাঁরা । তবে বাড়ির মধ্যে গরম থেকে বাঁচতে একমাত্র ভরসা AC । এদিকে গরমের মধ্যে বিগড়ে যায় তাপসীর AC । আর লকডাউনের মধ্যে সারাইকর্মীদের পাওয়া একেবারেই সম্ভব নয় । তাই নিজেই মাথা খাটিয়ে ঘরোয়া উপায়ে মুশকিল আসান করলেন তাপসী ।

তাপসীর AC থেকে জল বেরিয়ে যাচ্ছিল । ফলে গোটা ঘর ভরতি হচ্ছিল জলে । কিন্তু, গরমের ঠেলায় AC না চালালেও নয় । তাই এই পরিস্থিতিতে মাথা থেকে একটি বুদ্ধি বের করেন তাপসী । যেই পাইপ থেকে জল বেরিয়ে যাচ্ছিল সেই পাইপের সঙ্গে দুটি ওড়না বেঁধে ঝুলিয়ে দেন । আর ওড়ার নিচে রাখেন একটি বালতি । এর ফলে জল ওড়না বেয়ে নিচে রাখা বালতির মধ্যে পড়ে । ফলে AC চালালিয়ে জল লিক করলেও কোনও সমস্যা হবে না ।

সম্প্রতি এই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তাপসী । সেখানেই ঘটনার কথা উল্লেখ করেছিলেন তিনি ।

কাজের দিক থেকে শেষবার 'থাপ্পড়' ছবিতে অভিনয় করেছিলেন তাপসী । এছাড়া এখন 'হাসিন দিলরুবা', 'রেশমি রকেট' ও 'শাবাস মিথু'-র ছবি রয়েছে তাপসীর হাতে ।

Last Updated : May 18, 2020, 9:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.