মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন । কিন্তু, সেখান থেকেও সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় তিনি । প্রায় সারাক্ষণই মুঠোফোন হাতে নিয়ে বসে রয়েছেন । আর বিভিন্ন পোস্ট করে প্রার্থনার জন্য ফ্যানদের ধন্যবাদ জানাচ্ছেন তিনি ।
বিগ বি কোরোনায় আক্রান্ত এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন ফ্যানরা । তাঁর সুস্থতা কামনায় দেশের বিভিন্ন পুজোর আয়োজনও করা হয় । কোথায় সারাদিন ধরে চলছে পুজো । ফ্যানদের এই ভালোবাসা মুদ্ধ করেছে 77 বছর বয়সি এই অভিনেতাকে । আর সেই কারণে ফ্যানদের কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি তিনি ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অমিতাভ । তার ক্যাপশনে লেখেন, "আপনাদের প্রার্থনায় স্নেহের বাঁধ ভেঙেছে ৷ আমি ভেসে গিয়েছি অসীম ভালোবাসায় ৷ একাকীত্বের অন্ধকারে আপনারা আলো জ্বালিয়েছেন ৷ কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই ৷ নতমস্তকে আপনাদের কুর্নিশ ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগেও সোশাল মিডিয়ায় পোস্ট করে ফ্যানদের ধবন্যবাদ জানিয়েছেন অমিতাভ । লেখেন,লেখেন, "অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা ও আমার জন্য যাঁরা চিন্তিত এবং আমাদের জন্য প্রার্থনা করছেন তাঁদের সবাইকে আলাদা করে প্রতিক্রিয়া জানানো সম্ভব নয়...তাই হাতজোড় করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি..."।
শনিবার টুইট করে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিতাভ । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে । এরপর দুপুরের দিকে পজ়িটিভ আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার সোয়াব পরীক্ষার রিপোর্ট । রিপোর্ট পজ়িটিভ এলেও হাসপাতালে ভরতি হননি আরাধ্যা ও ঐশ্বরিয়া । বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা ।
রবিবার জুহুতে বিগ বির বাংলো জলসা, জনক ও প্রতীক্ষা স্যানিটাইজ় করতে সেখানে পৌঁছে যায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) কর্মীরা । BMC-র তরফে বাংলোটিকে সিল করার পাশাপাশি ওই এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবেও ঘোষণা করা হয়েছে ।