ETV Bharat / sitara

মুসলিমরা কি এই দেশের নাগরিক নয় ? প্রশ্ন তুললেন স্বরা - স্বরা ভাস্করের খবর

CAA নিয়ে বরাবর সরব হয়েছন স্বরা ভাস্কর । ETV ভারত সিতারার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী ফের একবার কাঠগড়ায় দাঁড় করালেন ভারত সরকারকে ।

Swara Bhaskar on CAA
Swara Bhaskar on CAA
author img

By

Published : Jan 28, 2020, 5:49 PM IST

মুম্বই : শাহিনবাগে প্রায় 40 দিন ধরে চলছে CAA বিরোধ । প্রবল ঠান্ডা, পুলিশের আর্জি (অভিযোগ, হুমকিও) আর রাস্তা খালি করার চাপের মুখেও প্রতিবাদ প্রত্যাহারের প্রশ্ন ফুঁ দিয়ে উড়িয়ে দেন শাহিনবাগের মহিলারা । কিন্তু, অনেক মহল থেকেই শোনা যাচ্ছে যে শাহিনবাগের প্রতিবাদ শুধুমাত্র মুসলিমদের প্রতিবাদ । স্বরাকে এই বিষয়ে প্রশ্ন করি আমরা, কারণ তিনি সম্প্রতি উপস্থিত হয়েছিলেন শাহিনবাগে ।

স্বরা বলেন, "প্রথমে বলি শুধুমাত্র মুসলিমরা বিরোধীতা করছে না, দেশজুড়ে সবাই বিরোধীতি করছে এই আইনের । কিন্তু, যদি ওটা শুধুমাত্র মুসলিমদের প্রতিবাদ হত, তাহলেও কী সমস্যা ছিল ?"

Swara Bhaskar on CAA
সাক্ষাৎকার চলাকালীন

এরপর স্বরা প্রশ্ন তোলেন, "মুসলিমরা কি এই দেশের নাগরিক নয় ? এই আইনে কি ওরা প্রভাবিত হবে না ? ওরা কি এই দেশে জন্মগ্রহণ করেনি ? ওরা কি এই দেশে বসবাস করেনি ?"

এই প্রশ্ন তুলে স্বরার বক্তব্য, প্রতিটা সম্প্রদায়ের যেমন শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে, মুসলিমদেরও সেই একই অধিকার রয়েছে । সংবিধানে এমনটাই লেখা আছে, মনে করালেন অভিনেত্রী ।

শাহিনবাগে যেহেতু মুসলমান মানুষই বেশি থাকেন, তাই হয়তো সেখানে মুসলিম মানুষদেরই বেশি দেখা যাচ্ছে, মত স্বরার । ভিডিয়োয় শুনে নিন স্বরার বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো..

মুম্বই : শাহিনবাগে প্রায় 40 দিন ধরে চলছে CAA বিরোধ । প্রবল ঠান্ডা, পুলিশের আর্জি (অভিযোগ, হুমকিও) আর রাস্তা খালি করার চাপের মুখেও প্রতিবাদ প্রত্যাহারের প্রশ্ন ফুঁ দিয়ে উড়িয়ে দেন শাহিনবাগের মহিলারা । কিন্তু, অনেক মহল থেকেই শোনা যাচ্ছে যে শাহিনবাগের প্রতিবাদ শুধুমাত্র মুসলিমদের প্রতিবাদ । স্বরাকে এই বিষয়ে প্রশ্ন করি আমরা, কারণ তিনি সম্প্রতি উপস্থিত হয়েছিলেন শাহিনবাগে ।

স্বরা বলেন, "প্রথমে বলি শুধুমাত্র মুসলিমরা বিরোধীতা করছে না, দেশজুড়ে সবাই বিরোধীতি করছে এই আইনের । কিন্তু, যদি ওটা শুধুমাত্র মুসলিমদের প্রতিবাদ হত, তাহলেও কী সমস্যা ছিল ?"

Swara Bhaskar on CAA
সাক্ষাৎকার চলাকালীন

এরপর স্বরা প্রশ্ন তোলেন, "মুসলিমরা কি এই দেশের নাগরিক নয় ? এই আইনে কি ওরা প্রভাবিত হবে না ? ওরা কি এই দেশে জন্মগ্রহণ করেনি ? ওরা কি এই দেশে বসবাস করেনি ?"

এই প্রশ্ন তুলে স্বরার বক্তব্য, প্রতিটা সম্প্রদায়ের যেমন শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে, মুসলিমদেরও সেই একই অধিকার রয়েছে । সংবিধানে এমনটাই লেখা আছে, মনে করালেন অভিনেত্রী ।

শাহিনবাগে যেহেতু মুসলমান মানুষই বেশি থাকেন, তাই হয়তো সেখানে মুসলিম মানুষদেরই বেশি দেখা যাচ্ছে, মত স্বরার । ভিডিয়োয় শুনে নিন স্বরার বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো..
Intro:Body:

মুসলিমরা কি এই দেশের নাগরিক নয় ?



CAA নিয়ে বরাবর সরব হয়েছন স্বরা ভাস্কর । ETV ভারত সিতারার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী ফের একবার কাঠগড়ায় দাঁড় করালেন ভারত সরকারকে ।



মুম্বই : শাহিনবাগে প্রায় 40 দিন ধরে চলছে CAA বিরোধ । প্রবল ঠান্ডা, পুলিশের আর্জি (অভিযোগ, হুমকিও) আর রাস্তা খালি করার চাপের মুখেও প্রতিবাদ প্রত্যাহারের প্রশ্ন ফুঁ দিয়ে উড়িয়ে দেন শাহিনবাগের মহিলারা । কিন্তু, অনেক মহল থেকেই শোনা যাচ্ছে যে শাহিনবাগের প্রতিবাদ শুধুমাত্র মুসলিমদের প্রতিবাদ । স্বরাকে এই বিষয়ে প্রশ্ন করি আমরা, কারণ তিনি সম্প্রতি উপস্থিত হয়েছিলেন শাহিনবাগে ।



স্বরা বলেন, "প্রথমে বলি শুধুমাত্র মুসলিমরা বিরোধীতা করছে না, দেশজুড়ে সবাই বিরোধীতি করছে এই আইনের । কিন্তু, যদি ওটা শুধুমাত্র মুসলিমদের প্রতিবাদ হত, তাহলেও কী সমস্যা ছিল ?"



এরপর স্বরা প্রশ্ন তোলেন, "মুসলিমরা কি এই দেশের নাগরিক নয় ? এই আইনে কি ওরা প্রভাবিত হবে না ? ওরা কি এই দেশে জন্মগ্রহণ করেনি ? ওরা কি এই দেশে বসবাস করেনি ?"



এই প্রশ্ন তুলে স্বরার বক্তব্য, প্রতিটা সম্প্রদায়ের যেমন শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে, মুসলিমদেরও সেই একই অধিকার রয়েছে । সংবিধানে এমনটাই লেখা আছে, মনে করালেন অভিনেত্রী ।



শাহিনবাগে যেহেতু মুসলমান মানুষই বেশি থাকেন, তাই হয়তো সেখানে মুসলিম মানুষদেরই বেশি দেখা যাচ্ছে, মত স্বরার । ভিডিয়োয় শুনে নিন স্বরার বক্তব্য...








Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.