ETV Bharat / sitara

প্রয়াত 'স্বদেশ'-এর কাবেরী আম্মা, স্মৃতিচারণা শাহরুখের - শাহরুখের খবর

আশুতোষ গোয়ারিকরের 'স্বদেশ' ছবিতে কাবেরী আম্মার কথা মনে পড়ে ? ছবিতে এক অন্য মাত্রা যোগ করেছিল কিশোরী বল্লাল অভিনীত সেই চরিত্রটা । শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিশোরী দেবী । তাঁর স্মৃতিচারণা করলেন শাহরুখ খান ।

Swadesh actor kishori ballal dies
Swadesh actor kishori ballal dies
author img

By

Published : Feb 19, 2020, 10:06 PM IST

মুম্বই : প্রয়াত অভিনেত্রী কিশোরী বল্লাল । লেজেন্ডারি এই কন্নড় অভিনেত্রীর প্রয়াণে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল সিনেমা দুনিয়ার । 'স্বদেশ' ছবিতে শাহরুখের সঙ্গে অনস্ক্রিনে যোগ্য সঙ্গত করেছিলেন কিশোরী দেবী । আজ তাঁর মৃত্যুতে আবেগপ্রবণ শাহরুখ । সোশাল মিডিয়ায় তিনি শেয়ার করলেন নিজের অনুভূতি ।

শাহরুখ লিখেছেন, "ওঁর আত্মার শান্তি হোক । খুব মিস করব কিশোরী আম্মাকে । বিশেষ করে আমায় সিগারেট খেতে দেখলে উনি যেভাবে বকতেন আমায়.." 'স্বদেশ' ছবির একটি দৃশ্যও শেয়ার করেছেন অভিনেতা । সেখানে কিশোরী আম্মা শাহরুখের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ।

  • May her soul rest in peace. Kishori ‘Amma’ will be sorely missed. Especially how she used to reprimand me for smoking. May Allah look after her. pic.twitter.com/E8UGZMZ0Zj

    — Shah Rukh Khan (@iamsrk) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিভিন্ন ভাষায় প্রায় 75টি ছবিতে অভিনয় করেছেন কিশোরী বল্লাল । মৃত্যুকালে তাঁর বয়স ছিল 82 বছর । 1960 সালে 'ইভালেন্তা হেনদাতি' ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন কিশোরী ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আশুতোষ গোয়ারিকরও । 'স্বদেশ'-এর অনেকগুলো স্টিল ছবি শেয়ার করে পরিচালক লিখেছেন, "হার্ট ব্রোকেন । কিশোরী বল্লালের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত আমি ।"

মুম্বই : প্রয়াত অভিনেত্রী কিশোরী বল্লাল । লেজেন্ডারি এই কন্নড় অভিনেত্রীর প্রয়াণে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল সিনেমা দুনিয়ার । 'স্বদেশ' ছবিতে শাহরুখের সঙ্গে অনস্ক্রিনে যোগ্য সঙ্গত করেছিলেন কিশোরী দেবী । আজ তাঁর মৃত্যুতে আবেগপ্রবণ শাহরুখ । সোশাল মিডিয়ায় তিনি শেয়ার করলেন নিজের অনুভূতি ।

শাহরুখ লিখেছেন, "ওঁর আত্মার শান্তি হোক । খুব মিস করব কিশোরী আম্মাকে । বিশেষ করে আমায় সিগারেট খেতে দেখলে উনি যেভাবে বকতেন আমায়.." 'স্বদেশ' ছবির একটি দৃশ্যও শেয়ার করেছেন অভিনেতা । সেখানে কিশোরী আম্মা শাহরুখের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ।

  • May her soul rest in peace. Kishori ‘Amma’ will be sorely missed. Especially how she used to reprimand me for smoking. May Allah look after her. pic.twitter.com/E8UGZMZ0Zj

    — Shah Rukh Khan (@iamsrk) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিভিন্ন ভাষায় প্রায় 75টি ছবিতে অভিনয় করেছেন কিশোরী বল্লাল । মৃত্যুকালে তাঁর বয়স ছিল 82 বছর । 1960 সালে 'ইভালেন্তা হেনদাতি' ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন কিশোরী ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আশুতোষ গোয়ারিকরও । 'স্বদেশ'-এর অনেকগুলো স্টিল ছবি শেয়ার করে পরিচালক লিখেছেন, "হার্ট ব্রোকেন । কিশোরী বল্লালের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত আমি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.