মুম্বই : আজ প্রায় দু'মাস হয়ে গেল ইরফান খান আমাদের মধ্যে নেই । তাঁর ফ্যানেরাই এই মৃত্যু মেনে নিতে পারে না, তাহলে তাঁর পরিবারের মানুষগুলোর পক্ষে সেটা কতটা কঠিন হবে আন্দাজ করা যায় । স্ত্রী সুতপা এখনও কামিনী ফুলে গন্ধে ইরফানের ছোঁয়া পান ।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সুতপা । কামিনী গাছে রাশি রাশি সাদা ফুল ধরেছে । ছবির ক্যাপশনে সুতপা লিখেছেন আবেগঘন দু'টি হিন্দি লাইন..
তিনি লিখেছেন, "আমাদের ব্যালকনি..সারা রাত ধরে তোমার কথা পড়ছিল..সারা রাত ধরে এই সুগন্ধ ছড়িয়ে পড়ছিল.."
সুতপার লেখা প্রতিটি শব্দে ইরফানের ছোঁয়া যেন, ইরফানের স্মৃতিতে এখনও ডুবে সুতপা । এমনই হয়তো থাকবে সারা জীবন...সুতপার ভাবনায়, শব্দে, আলাপচারিতায় ফিরে ফিরে আসবেন অভিনেতা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সুতপার প্রোফাইল ছবিতেও জ্বলজ্বল করছেন ইরফান । এত বছরের বন্ধুত্ব, দাম্পত্য কি সহজে ভোলা যায় ?