মুম্বই : কাজে লাগিয়েছে অবসর সময়কে । অব্যবহৃত জিনিস দিয়ে বানিয়ে ফেলেছে পুতুল । আর গুণী মেয়ের সেই সৃষ্টি সোশাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে দেখালেন গর্বিত মা সুস্মিতা ।
পুরোনো মোজা, হেয়ারপিন ও পাথর দিয়ে পুতুল বানিয়ে ফেলেছে কন্যা আলিশা। আর সেই পুতুলের ছবি শেয়ার করে সুস্মিতা লিখলেন-আশার রঙিন প্রতীক । তিনি লিখেছেন, "আমার দশ বছরের মেয়ে আশার রঙিন প্রতীক তৈরি করেছে । আশা করি জীবনটাও রিসাইকেল হবে । পুরোনো নাও এবং নতুন কিছু তৈরি করো ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে এই প্রথম নয় । মেয়েকে নিয়ে বা মেয়ের সঙ্গে কিছু না কিছু পোস্ট করেই থাকেন সুস্মিতা । কয়েকদিন আগে জনতা কারফিউয়ের দিন তাঁদের হাততালি দেওয়ার ভিডিয়ো শেয়ার করেছিলেন তিনি । যেখানে বয়ফ্রেন্ড রহমান শলকেও দেখা গিয়েছিল ।
এর আগে গত বছর মেয়ে আলিশার আরও একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সুস্মিতা । যেখানে দত্তকের উপর লেখা একটি রচনা পড়ে শোনাতে দেখা গিয়েছিল তাকে । তা শুনে তিনি যে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সে কথাও ক্যাপশনে জানাতে ভোলেননি অভিনেত্রী ।
2010 সালে আলিশাকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা । প্রথম মেয়েকে দত্তক নেওয়ার দশ বছর পর ।
কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় যবে থেকে শুটিং বন্ধ হয়েছে তবে থেকেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলিউড তারকারা। বাড়িতে অবসর সময় কাটানোর ছবি ও ভিডিয়ো শেয়ারও করছেন তাঁরা । ফ্যানেদের উদ্দেশে নানা বার্তাও দিচ্ছেন । শুটিং থেকে দূরে একদম অন্যভাবে কাটাচ্ছেন এই কয়েকটা দিন । আর বিশেষ বিশেষ মুহুর্তগুলো করে রাখছেন ক্যামেরাবন্দী ।