ETV Bharat / sitara

মোদির দ্বারস্থ সুশান্তের পরিবার, ভয় রয়েছে প্রমাণ লোপাট নিয়েও - Sushant Singh Rajput's family

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হল তাঁর পরিবার । প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ।

Sushant's sister pens open letter to PM
Sushant's sister pens open letter to PM
author img

By

Published : Aug 1, 2020, 6:47 PM IST

মুম্বই : সুশান্তকে ন্যায়বিচার একমাত্র তিনিই দিতে পারেন, কারণ তিনি সবসময় সত্যের পাশে দাঁড়ান । তিনি মানে নরেন্দ্র মোদি । সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন অভিনেতার পরিবার ।

প্রধানমন্ত্রীর উদ্দেশে সুশান্তের দিদি শ্বেতার আবেদন, তিনি যেন হস্তক্ষেপ করে সুশান্তকে ন্যায়বিচার পেতে সাহায্য করেন । তিনি লিখেছেন, "কেন জানি না, আমার মন বলছে আপনি সত্যির পাশে এবং সত্যির জন্য দাঁড়াতে পারেন । আমরা একটা খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি । আমার ভাই যখন বলিউডে ছিল তখন ওঁর কোনও গডফাদার ছিল না । আর এই মুহূর্তে আমাদেরও কেউ নেই ।"

এরপর শ্বেতার আর্জি, " আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি নিজে এই গোটা ব্যাপারটা দেখুন । আর নিশ্চিত করুন যে, এই কেসের প্রতিটা জিনিস যেন সুরক্ষিত থাকে, কোনও প্রমাণ যেন লোপাট না হয় । আমরা ন্যায়বিচার চাই ।"

শ্বেতার এই পোস্ট সোশাল মিডিয়ার পারদ চড়িয়েছে । এতদিন CBI তদন্তের দাবি জানাচ্ছিলেন সুশান্তের পরিবার । আর এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আবেদন তাঁদের । নরেন্দ্র মোদি কি কোনও পদক্ষেপ নেবেন ? উত্তর দেবে সময় ।

মুম্বই : সুশান্তকে ন্যায়বিচার একমাত্র তিনিই দিতে পারেন, কারণ তিনি সবসময় সত্যের পাশে দাঁড়ান । তিনি মানে নরেন্দ্র মোদি । সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন অভিনেতার পরিবার ।

প্রধানমন্ত্রীর উদ্দেশে সুশান্তের দিদি শ্বেতার আবেদন, তিনি যেন হস্তক্ষেপ করে সুশান্তকে ন্যায়বিচার পেতে সাহায্য করেন । তিনি লিখেছেন, "কেন জানি না, আমার মন বলছে আপনি সত্যির পাশে এবং সত্যির জন্য দাঁড়াতে পারেন । আমরা একটা খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি । আমার ভাই যখন বলিউডে ছিল তখন ওঁর কোনও গডফাদার ছিল না । আর এই মুহূর্তে আমাদেরও কেউ নেই ।"

এরপর শ্বেতার আর্জি, " আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি নিজে এই গোটা ব্যাপারটা দেখুন । আর নিশ্চিত করুন যে, এই কেসের প্রতিটা জিনিস যেন সুরক্ষিত থাকে, কোনও প্রমাণ যেন লোপাট না হয় । আমরা ন্যায়বিচার চাই ।"

শ্বেতার এই পোস্ট সোশাল মিডিয়ার পারদ চড়িয়েছে । এতদিন CBI তদন্তের দাবি জানাচ্ছিলেন সুশান্তের পরিবার । আর এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আবেদন তাঁদের । নরেন্দ্র মোদি কি কোনও পদক্ষেপ নেবেন ? উত্তর দেবে সময় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.