ETV Bharat / sitara

তরুণ প্রতিভাদের পাশে দাঁড়াতে সুশান্তের নামে ফাউন্ডেশন - foundation support young talent

বলিউডে নেপোটিজ়মের বিষয়টি নতুন কিছু নয় । কিন্তু, সুশান্তের মৃত্যুর পর আরও জোরাল হয়ে উঠেছে এই বিষয়টি । অনেকের মতে, তথাকথিত গডফাদার না থাকলে প্রতিভা থাকা সত্ত্বেও কোণঠাসা করে দেওয়া হয় ইন্ডাস্ট্রিতে । সুশান্ত ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়ার কারণেই আত্মহননের পথ বেছে নেন তিনি । এই পরিণতি যাতে আর কারও না হয় তার জন্যই তৈরি করা হচ্ছে SSRF ফাউন্ডেশন । তার মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে তথাকথিত কোনও গডফাদার না থাকা তরুণ প্রতিভাদের পাশে দাঁড়াবে এই সংস্থা ।

ে্ি
ে্ি
author img

By

Published : Jun 28, 2020, 1:14 PM IST

Updated : Jun 28, 2020, 2:24 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে 14টা দিন । কিন্তু, হাসি-খুশি, প্রাণবন্ত ছেলেটা যে নেই সেটা যেন এখনও মন থেকে মেনে নিতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা । আর সেই কারণেই তাঁর স্মৃতিতে পরিবারের তরফে তৈরি করা হচ্ছে 'সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন (SSRF)'। তরুণ প্রতিভাদের পাশে দাঁড়াবে এই ফাউন্ডেশন ।

বলিউডে নেপোটিজ়মের বিষয়টি নতুন কিছু নয় । কিন্তু, সুশান্তের মৃত্যুর পর আরও জোরাল হয়ে উঠেছে এই বিষয়টি । অনেকের মতে, তথাকথিত গডফাদার না থাকলে প্রতিভা থাকা সত্ত্বেও কোণঠাসা করে দেওয়া হয় ইন্ডাস্ট্রিতে । সুশান্ত ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়ার কারণেই আত্মহননের পথ বেছে নেন তিনি । এই পরিণতি যাতে আর কারও না হয় তার জন্যই তৈরি করা হচ্ছে SSRF ফাউন্ডেশন । তার মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে তথাকথিত কোনও গডফাদার না থাকা তরুণ প্রতিভাদের পাশে দাঁড়াবে এই সংস্থা ।

গতকাল পরিবারের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । এই সব কথাই তুলে ধরা হয় সেখানে । পাশাপাশি সুশান্তের স্মৃতিচারণাও করেন তাঁরা । যেখানে লেখা হয়, "গুডবাই সুশান্ত ! কোনওভাবেই ওকে বেঁধে রাখা যেত না,অনেক বেশি কথাও বলত । সব ব্যাপারেই ছিল প্রচুর কৌতূহল । স্বপ্ন দেখতে ভালোবাসত । আর সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার আপ্রাণ চেষ্টাও করত । আমাদের পরিবারের গর্ব ছিল ও । নিজের টেলিস্কোপকে খুবই ভালোবাসত । তার মাধ্যমেই তারাদের দেখত সে ।"

zdf
সুশান্তের পরিবারের তরফে দেওয়া বিবৃতি

ওই বিবৃতিতে আরও বলা হয়, "ওর হাসিটা যে আমরা আর কখনও দেখতে পাব না সেটা কিছুতেই মানতে পারছি না । এমনকী, ওর চোখের সেই দীপ্তিও দেখতে পাব না । বিজ্ঞান নিয়ে ওর সারাদিন চর্চা, কোনও কিছুই দেখতে পাব না । আমাদের যে ক্ষতি হয়েছে সেটা কখনওই পূরণ করা সম্ভব হবে না ।"

আর সেই কারণেই সুশান্তের স্মৃতিতে তৈরি করা হচ্ছে SSRF ফাউন্ডেশন । এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয় , "তার স্মৃতিকে সম্মান জানাতে পরিবারের তরফে SSRF ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে । যার মাধ্যমে সিনেমা, বিজ্ঞান ও খেলা জগতের সঙ্গে যুক্ত তরুণ প্রতিভাদের সমর্থন করা হবে । এই তিনটি বিষয়ই ছিল সুশান্তের খুবই প্রিয় ।"

এছাড়া বিহারের পটনার রাজিব নগরে যেটা সুশান্তের জন্মস্থান সেখানে একটি স্মৃতিসৌধ তৈরি করা হবে । তাঁর বই, টেলিস্কোপ, দৈনন্দিন ব্যবহারের জিনিস সযত্নে রাখা থাকবে সেখানে । এমনকী, তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সুশান্তের ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারের মতো সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিও সচল রাখা হবে ।

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । সামনে এসেছে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট । তার ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । তবে কী কারণে আত্মহননের পথ বেছে নিলেন অভিনেতা ? তা অবশ্য এখনও ধোঁয়াশায় । তদন্ত শুরু করেছে পুলিশ । ইতিমধ্যেই অভিনেতার পরিবারের সদস্য, একাধিক তারকা ও পরিচালক সহ মোট 27 জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা । খতিয়ে দেখা হচ্ছে তাঁর ল্যাপটপ, ফোন, ডায়েরি ও সোশাল মিডিয়ায় অ্যাকাউন্টও ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে 14টা দিন । কিন্তু, হাসি-খুশি, প্রাণবন্ত ছেলেটা যে নেই সেটা যেন এখনও মন থেকে মেনে নিতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা । আর সেই কারণেই তাঁর স্মৃতিতে পরিবারের তরফে তৈরি করা হচ্ছে 'সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন (SSRF)'। তরুণ প্রতিভাদের পাশে দাঁড়াবে এই ফাউন্ডেশন ।

বলিউডে নেপোটিজ়মের বিষয়টি নতুন কিছু নয় । কিন্তু, সুশান্তের মৃত্যুর পর আরও জোরাল হয়ে উঠেছে এই বিষয়টি । অনেকের মতে, তথাকথিত গডফাদার না থাকলে প্রতিভা থাকা সত্ত্বেও কোণঠাসা করে দেওয়া হয় ইন্ডাস্ট্রিতে । সুশান্ত ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়ার কারণেই আত্মহননের পথ বেছে নেন তিনি । এই পরিণতি যাতে আর কারও না হয় তার জন্যই তৈরি করা হচ্ছে SSRF ফাউন্ডেশন । তার মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে তথাকথিত কোনও গডফাদার না থাকা তরুণ প্রতিভাদের পাশে দাঁড়াবে এই সংস্থা ।

গতকাল পরিবারের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । এই সব কথাই তুলে ধরা হয় সেখানে । পাশাপাশি সুশান্তের স্মৃতিচারণাও করেন তাঁরা । যেখানে লেখা হয়, "গুডবাই সুশান্ত ! কোনওভাবেই ওকে বেঁধে রাখা যেত না,অনেক বেশি কথাও বলত । সব ব্যাপারেই ছিল প্রচুর কৌতূহল । স্বপ্ন দেখতে ভালোবাসত । আর সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার আপ্রাণ চেষ্টাও করত । আমাদের পরিবারের গর্ব ছিল ও । নিজের টেলিস্কোপকে খুবই ভালোবাসত । তার মাধ্যমেই তারাদের দেখত সে ।"

zdf
সুশান্তের পরিবারের তরফে দেওয়া বিবৃতি

ওই বিবৃতিতে আরও বলা হয়, "ওর হাসিটা যে আমরা আর কখনও দেখতে পাব না সেটা কিছুতেই মানতে পারছি না । এমনকী, ওর চোখের সেই দীপ্তিও দেখতে পাব না । বিজ্ঞান নিয়ে ওর সারাদিন চর্চা, কোনও কিছুই দেখতে পাব না । আমাদের যে ক্ষতি হয়েছে সেটা কখনওই পূরণ করা সম্ভব হবে না ।"

আর সেই কারণেই সুশান্তের স্মৃতিতে তৈরি করা হচ্ছে SSRF ফাউন্ডেশন । এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয় , "তার স্মৃতিকে সম্মান জানাতে পরিবারের তরফে SSRF ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে । যার মাধ্যমে সিনেমা, বিজ্ঞান ও খেলা জগতের সঙ্গে যুক্ত তরুণ প্রতিভাদের সমর্থন করা হবে । এই তিনটি বিষয়ই ছিল সুশান্তের খুবই প্রিয় ।"

এছাড়া বিহারের পটনার রাজিব নগরে যেটা সুশান্তের জন্মস্থান সেখানে একটি স্মৃতিসৌধ তৈরি করা হবে । তাঁর বই, টেলিস্কোপ, দৈনন্দিন ব্যবহারের জিনিস সযত্নে রাখা থাকবে সেখানে । এমনকী, তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সুশান্তের ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারের মতো সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিও সচল রাখা হবে ।

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । সামনে এসেছে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট । তার ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । তবে কী কারণে আত্মহননের পথ বেছে নিলেন অভিনেতা ? তা অবশ্য এখনও ধোঁয়াশায় । তদন্ত শুরু করেছে পুলিশ । ইতিমধ্যেই অভিনেতার পরিবারের সদস্য, একাধিক তারকা ও পরিচালক সহ মোট 27 জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা । খতিয়ে দেখা হচ্ছে তাঁর ল্যাপটপ, ফোন, ডায়েরি ও সোশাল মিডিয়ায় অ্যাকাউন্টও ।

Last Updated : Jun 28, 2020, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.