মুম্বই : আত্মহত্যা নয়, সুশান্তের মৃত্যু একটি হত্যার কথা বলে, দাবি BJP সাংসদ সুব্রমনিয়ম স্বামীর । শুধু দাবিই করেননি তিনি, সঙ্গে কিছু প্রমাণও তুলে ধরেছেন সোশাল মিডিয়ার পাতায় ।
টুইটারের একটি তালিকা প্রকাশ করেছেন সুব্রমনিয়ম । সেখানে একেবারে নম্বর দিয়ে বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন সাংসদ ।
তবে পুরোটাই সুব্রমনিয়মের ব্যক্তিগত মত । কারণ ক্যাপশনে তিনি লিখে দিয়েছেন, "এই কারণগুলোর জন্যই আমি মনে করি যে সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে..." অর্থাৎ এটা একান্তই সুব্রমনিয়মের ধারণা ।
তাঁর এই টুইট রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায় । দেখে নিন সুব্রমনিয়ম দেখানো পয়েন্টগুলো..
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে সদ্য কথা বলেছেন সুব্রমনিয়ম । জানিয়েছেন যে, সুশান্তের মৃত্যুর তদন্তে CBI-এর হস্তক্ষেপের প্রক্রিয়া শুরু করবেন তিনি ।
IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।