ETV Bharat / sitara

10 দিনের জন্য সোশাল মিডিয়া থেকে বিরতি সুশান্তের দিদির - shweta go off social media

সুশান্ত চলে যাওয়ার সেই ক্ষতটা কখনওই ভুলতে পারবেন না তিনি । তবু এই ক্ষতকে কিছুটা সারিয়ে তুলতে 10 দিনের জন্য সোশাল মিডিয়া থেকে বিরতি নিলেন শ্বেতা ।

asd
sad
author img

By

Published : Sep 17, 2020, 6:01 PM IST

মুম্বই : ভাইয়ের মৃত্যুর পর থেকে একের পর এক ক্যাম্পেন করতে দেখা গিয়েছে শ্বেতা সিং কীর্তিকে । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ন্যায় বিচার চেয়ে একের পর এক ক্যাম্পেন করে গিয়েছেন তিনি । টানা তিন মাস ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছেন । কিন্তু, এখন তিনি বড়ই ক্লান্ত । যদিও ভাই চলে যাওয়ার সেই ক্ষতটা কখনওই ভুলতে পারবেন না তিনি । এই ক্ষতকে কিছুটা সারিয়ে তুলতে 10 দিনের জন্য সোশাল মিডিয়া থেকে বিরতি নিলেন শ্বেতা ।

ইনস্টাগ্রামে নিজের বিয়ের সময়ের একটি ছবি পোস্ট করেন শ্বেতা । সেখানে সুশান্তের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ় দিতে দেখা গিয়েছে তাঁকে ।

এই ছবির ক্যাপশনে লেখেন, "যতই শক্ত থাকার চেষ্টা করি না কেন, একটা সময় আসে যখন ভীষণ কষ্ট সবটা আচ্ছন্ন করে দেয় । ভাই যে আর কোথাও নেই । আর কোনও দিন ওকে ছুঁতে পারব না, ওর জোকস শুনে হাসতে পারব না..."

তিনি আরও লেখেন, "আমি জানি না এই ক্ষত সারতে কতদিন সময় লাগবে । তাই সোশাল মিডিয়া থেকে 10 দিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । এই কটাদিন প্রার্থনা ও মেডিটেশনের মধ্যে কাটাব । সময় এসেছে এই তীব্র যন্ত্রণা থেকে সেরে ওঠার ।"

মুম্বই : ভাইয়ের মৃত্যুর পর থেকে একের পর এক ক্যাম্পেন করতে দেখা গিয়েছে শ্বেতা সিং কীর্তিকে । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ন্যায় বিচার চেয়ে একের পর এক ক্যাম্পেন করে গিয়েছেন তিনি । টানা তিন মাস ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছেন । কিন্তু, এখন তিনি বড়ই ক্লান্ত । যদিও ভাই চলে যাওয়ার সেই ক্ষতটা কখনওই ভুলতে পারবেন না তিনি । এই ক্ষতকে কিছুটা সারিয়ে তুলতে 10 দিনের জন্য সোশাল মিডিয়া থেকে বিরতি নিলেন শ্বেতা ।

ইনস্টাগ্রামে নিজের বিয়ের সময়ের একটি ছবি পোস্ট করেন শ্বেতা । সেখানে সুশান্তের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ় দিতে দেখা গিয়েছে তাঁকে ।

এই ছবির ক্যাপশনে লেখেন, "যতই শক্ত থাকার চেষ্টা করি না কেন, একটা সময় আসে যখন ভীষণ কষ্ট সবটা আচ্ছন্ন করে দেয় । ভাই যে আর কোথাও নেই । আর কোনও দিন ওকে ছুঁতে পারব না, ওর জোকস শুনে হাসতে পারব না..."

তিনি আরও লেখেন, "আমি জানি না এই ক্ষত সারতে কতদিন সময় লাগবে । তাই সোশাল মিডিয়া থেকে 10 দিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । এই কটাদিন প্রার্থনা ও মেডিটেশনের মধ্যে কাটাব । সময় এসেছে এই তীব্র যন্ত্রণা থেকে সেরে ওঠার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.