মুম্বই : দেখতে দেখতে কেটে গিয়েছে চারটে মাস । চার মাস আগে আজকের দিনেই বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । কিন্তু, আজও তাঁর স্মৃতি আঁকড়ে ধরে পড়ে রয়েছেন পরিবারের সদস্যরা । আর আজকের দিনেই সোশাল মিডিয়া থেকে নিজের প্রোফাইল ডিলিট করে দিলেন প্রয়াত অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি ।
গতকাল সুশান্তের একটি পুরোনো ভিডিয়ো শেয়ার করেছিলেন তিনি । সেখানে তাঁকে জগিং করতে, সাইকেল চালাতে ও ওয়ার্কআউট করতে দেখা গিয়েছিল । আর আজই নিজের অ্যাকাউন্ট ডিলিট করতে বাধ্য হলেন শ্বেতা ।
এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, "অনেকে আমার সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে লগ ইন করার চেষ্টা করেছে...তাই বাধ্য হয়ে সেগুলি ডিঅ্যাক্টিভেট করলাম ।"
-
Sorry, there were multiple log in attempts being made on my social media accounts so had to deactivate them.
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sorry, there were multiple log in attempts being made on my social media accounts so had to deactivate them.
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) October 14, 2020Sorry, there were multiple log in attempts being made on my social media accounts so had to deactivate them.
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) October 14, 2020
এদিকে তাঁর এই পোস্ট দেখে বেশ কিছুটা অবাক হয়ে গিয়েছেল সুশান্ত অনুরাগীরা । একজন জিজ্ঞাসা করেন, "শ্বেতা সিং কীর্তি সব ঠিক আছে তো ? আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে নাকি আপনি ডিঅ্যাক্টিভেট করেছেন ?" তবে সব ঠিক হওয়ার পর ফের সোশাল মিডিয়ায় ফিরে আসেন তিনি ।