মুম্বই : সুশান্ত মামলায় একের পর এক তথ্য সামনে আসছে । তবে সেই সব তথ্য এই কেসকে আরও জটিল করে তুলছে । সম্প্রতি জানা গেল যে, সুশান্তের কোনও সিমকার্ড তাঁর নিজের নামে রেজিস্টার করা ছিল না । কেন এমন সিদ্ধান্ত অভিনেতার ? ধন্দে পুলিশ ।
ANI-কে বিহার পুলিশ জানায় যে, "সুশান্তের কোনও সিম কার্ডই ওঁর নিজের নামে রেজিস্টার করা ছিল না । ওঁর একটা সিম তো বন্ধু সিদ্ধার্থ পিঠানির নামে রেজিস্টার করা হয়েছিল । এখন আমরা ওঁর সমস্ত কল রেকর্ড খুঁজে বের করছি ।"
সুশান্তের মামলায় তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সলিয়াঁর পরিবারকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ । বিহার পুলিশ জানায় যে, "আমরা দিশা সলিয়াঁর পরিবারের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি । তবে এখনও ওঁদের কনট্যাক্ট করতে পারিনি ।" এদিকে দিশার মা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, সুশান্তের মৃত্যুতে দিশা কোনওভাবেই জড়িত নন ।
সুশান্তের মৃত্যুর ঠিক 6 দিন আগে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশাও আত্মহত্যা করেন । এই বিষয়ে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশও করেছিলেন অভিনেতা । কে আর জানত আর 6 দিন পর সুশান্তও ঠিক একই পথে হাঁটবেন ?