মুম্বই : মহিলাদের আত্মরক্ষার জন্য ট্রেনিং দিতে চেয়েছিলেন, বাচ্চাদের নাচ শেখাতে চেয়েছিলেন, ল্যাম্বরগিনি কিনতে চেয়েছিলেন...সুশান্ত সিং রাজপুতের এমনই পঞ্চাশ স্বপ্ন ভাইরাল সোশাল মিডিয়ায় ।
ট্রেনে করে পুরো ইউরোপ ঘুরতে চেয়েছিলেন সুশান্ত, ISRO/NASA-তে একশো বাচ্চাকে ওয়ার্কশপে পাঠাতে চেয়েছিলেন, প্রিয় পঞ্চাশ গানকে গিটারে তুলতে চেয়েছিলেন...এত স্বপ্ন যাঁর চোখে, সেই মানুষ কীভাবে মৃত্যুর পথ বেছে নিলেন ? স্বপ্নগুলো কি মিথ্যে হয়ে গেল মানসিক যন্ত্রণার কাছে ?
অভিনেতা নিজেই 2019-এর সেপ্টেম্বর মাসে এই স্বপ্নের তালিকা শেয়ার করেছিলেন । তাঁর মৃত্যুর পর ফের একবার ভাইরাল সেই পঞ্চাশ স্বপ্ন । অনুরাগীদের শোকস্তব্ধতার মধ্যে যেন আরও একটু মনখারাপের ছোঁয়া এনে দিল এই তালিকা ।
নেটিজেনদের কেউ এই তালিকা দেখে লিখেছেন, "কি ভালো হাতের লেখা" তো কেউ লিখেছেন, "কি পজ়িটিভ একজন মানুষ !" কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, "কেন এমন করলে সুশান্ত ?"