ETV Bharat / sitara

গুলি করা হল সুশান্তের আত্মীয়কে - Sushant Singh Rajput relative accident

বিহারে সুশান্ত সিং রাজপুতের আত্মীয়ের উপর হামলা । তিন দুষ্কৃতী মিলে সুশান্তের দূর সম্পর্কের ভাই রাজ কুমার সিং এবং তার সঙ্গী আলি হাসানকে গুলি করে পালায় । আহতদের চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালে ।

Sushant Singh Rajput relative shot
Sushant Singh Rajput relative shot
author img

By

Published : Jan 31, 2021, 9:04 PM IST

বিহার : বিহারের সহর্ষ জেলায় প্রকাশ্য রাস্তায় ভয়ানক ঘটনা । দুই পথচারীকে গুলি করে পালায় তিন দুষ্কৃতী । আহতদের একজন সুশান্ত সিং রাজপুতের দূর সম্পর্কের ভাই রাজ কুমার সিং । পলাতক দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে বিহার পুলিশ ।

লিপি সিং, সহর্ষ জেলার সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ, খবরটি নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন যে, আলি অত্যন্ত গুরুতর অবস্থায় জীবন-মৃত্যুর মাঝে লড়াই চালাচ্ছেন । রাজেরও চিকিৎসা চলছে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ।

শনিবার অর্থাৎ 30 জানুয়ারির দুপুর সাড়ে এগারোটা নাগাদ ঘটে ঘটনাটি । রাজ আর আলি মাধেপুরা জেলায় যাচ্ছিলেন । সহর্ষ, মাধেপুরা এবং সুপল এই তিন জেলায় তিনটি মোটরবাইকের শো-রুম রয়েছে রাজের । তাই মাঝেমধ্যেই এইসব শো-রুমে যাতায়াত করেন তিনি ।

আরও পড়ুন : নাথুরাম গডসেকে সমর্থন ? কঙ্গনার সমালোচনায় তোলপাড় টুইটার

বৈজনাথপুর চকের কাছে পৌঁছতেই রাজ আর আলির গাড়ি ওভারটেক করে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীর দল এবং পালিয়ে যায় । তবে খুব তাড়াতাড়ি অপরাধীদের ধরতে পারবেন, এই ব্যাপারে আত্মবিশ্বাসী লিপি সিং ।

ঠিক কী কারণে এই আক্রমণ সেই নিয়ে তদন্ত করছে পুলিশ । সম্পত্তি ঘটিত অশান্তির সঙ্গে ছিনতাইয়ের দিকটিও বাদ দিচ্ছে না তারা ।

বিহার : বিহারের সহর্ষ জেলায় প্রকাশ্য রাস্তায় ভয়ানক ঘটনা । দুই পথচারীকে গুলি করে পালায় তিন দুষ্কৃতী । আহতদের একজন সুশান্ত সিং রাজপুতের দূর সম্পর্কের ভাই রাজ কুমার সিং । পলাতক দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে বিহার পুলিশ ।

লিপি সিং, সহর্ষ জেলার সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ, খবরটি নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন যে, আলি অত্যন্ত গুরুতর অবস্থায় জীবন-মৃত্যুর মাঝে লড়াই চালাচ্ছেন । রাজেরও চিকিৎসা চলছে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ।

শনিবার অর্থাৎ 30 জানুয়ারির দুপুর সাড়ে এগারোটা নাগাদ ঘটে ঘটনাটি । রাজ আর আলি মাধেপুরা জেলায় যাচ্ছিলেন । সহর্ষ, মাধেপুরা এবং সুপল এই তিন জেলায় তিনটি মোটরবাইকের শো-রুম রয়েছে রাজের । তাই মাঝেমধ্যেই এইসব শো-রুমে যাতায়াত করেন তিনি ।

আরও পড়ুন : নাথুরাম গডসেকে সমর্থন ? কঙ্গনার সমালোচনায় তোলপাড় টুইটার

বৈজনাথপুর চকের কাছে পৌঁছতেই রাজ আর আলির গাড়ি ওভারটেক করে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীর দল এবং পালিয়ে যায় । তবে খুব তাড়াতাড়ি অপরাধীদের ধরতে পারবেন, এই ব্যাপারে আত্মবিশ্বাসী লিপি সিং ।

ঠিক কী কারণে এই আক্রমণ সেই নিয়ে তদন্ত করছে পুলিশ । সম্পত্তি ঘটিত অশান্তির সঙ্গে ছিনতাইয়ের দিকটিও বাদ দিচ্ছে না তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.