মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু জট খুলতে মরিয়া পুলিশ । কী কারণে অভিনেতা এত বড় একটা সিদ্ধান্ত নিলেন সেটাই জানার চেষ্টা করছেন তাঁরা । জারি রয়েছে তদন্ত । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অনেককেই । আর এবার সুশান্তের শেষ ছবির অভিনেত্রী সঞ্জনা সাঙ্গিকে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ ।
কয়েকদিন আগেই জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জনাকে ডেকে পাঠায় বান্দ্রা পুলিশ । সেই মতো আজ সকালের দিকে থানায় হাজির হন তিনি । টানা 7 ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । রেকর্ড করা হয় তাঁর বয়ানও ।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে পরিচালক শেখর কাপুরকেও । জিজ্ঞাসাবাদের জন্য খুব তাড়াতাড়ি তাঁকে ডেকে পাঠাতে পারেন তদন্তকারীরা । সুশান্তের পেশাগত দিকটি খতিয়ে দেখার জন্যই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে অনুমান ।
সুশান্তের মৃত্যুর পরই টুইটারে একটি পোস্ট করেন শেখর । লেখেন, "আমি জানতাম তোমার যন্ত্রণা । তোমায় যে মানুষগুলো কষ্ট দিয়েছে তাদের গল্প আমি জানতাম । তুমি আমার কাঁধে মুখ গুঁজে কেঁদেছ অবিরাম ।" অভিনেতার মনের কথা যে শেখর অনেকটাই জানতেন তা অবশ্য তাঁর পোস্ট থেকেই স্পষ্ট । আর এই নিয়েই হয়তো তাঁকে প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা ।
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ইতিমধ্যেই সামনে এসেছে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট । সেই রিপোর্ট অনুযায়ী, তিনি আত্মহত্যা করেছেন বলেই জানিয়েছে পুলিশ । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । জারি রয়েছে তদন্ত । অভিনেতার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই পরিচালক মুকেশ ছাবড়া, রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা সহ 27 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । অভিনেতার ফোন, ল্যাপটপ, ডায়েরি ও টুইটার অ্যাকাউন্টও খতিয়ে দেখছে পুলিশ ।