ETV Bharat / sitara

সুশান্তের সঙ্গে যশরাজ ফিল্মসের চুক্তিপত্র খতিয়ে দেখবে পুলিশ - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় মুম্বই পুলিশ সমস্ত ছেড়া তারগুলোকে জোড়ার চেষ্টা করছে । অভিনেতার পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ করছে তারা । বাদ পড়বে না বেশ কয়েকটি নামকরা প্রযোজনা সংস্থাও । PTI সূত্রে জানা যাচ্ছে যে, যশরাজ ফিল্মসকেও চিঠি পাঠিয়েছে মুম্বই পুলিশ ।

Sushant Singh Rajput contract with Yash Raj Films
Sushant Singh Rajput contract with Yash Raj Films
author img

By

Published : Jun 19, 2020, 2:54 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ অবসাদ, প্রাথমিকভাবে এমনটাই ধারণা পুলিশের । তবে এই অবসাদের কারণগুলো খতিয়ে দেখছে পুলিশ । শোনা গেছিল যে, গত ছ'মাসে 7 টি ছবি হারিয়েছেন সুশান্ত । তাই সমস্ত নামী প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছে মুম্বই পুলিশ । তার মধ্যে পড়ছে যশরাজ ফিল্মসও ।

এই নামকরা প্রযোজনা সংস্থার সঙ্গে অভিনেতার কী কী চুক্তি হয়েছিল তার ডিটেলস জানতে চেয়েছে পুলিশ । এক পুলিশ অফিশিয়াল জানিয়েছেন, "পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে । সুশান্তের প্রোফেশনাল রেষারেষি নিয়েও তদন্ত করছে তারা ।"

তিনি আরও জানান, "পুলিশ বেশ কয়েকটি নামকরা প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে । বৃহস্পতিবার যশরাজ ফিল্মসের অফিসেও একটা চিঠি পাঠিয়েছে তারা । অভিনেতার সঙ্গে ওই সংস্থার চুক্তিপত্র খতিয়ে দেখবে মুম্বই পুলিশ ।"

Sushant Singh Rajput contract with Yash Raj Films
শুদ্ধ দেসি রোম্যান্স..

এখনও অবধি যশরাজের সঙ্গে 2 টো ফিল্মে অভিনয় করেছেন সুশান্ত । 2013 সালে 'শুদ্ধ দেসি রোম্যান্স' এবং 2015 সালে 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী' । এছাড়াও শেখর কাপুর পরিচালিত 'পানি' ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্তের ।

তবে এটাও শোনা যায় যে, যশরাজ ফিল্মস এই প্রোজেক্ট থেকে পিছিয়ে গেছিল । পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ অবসাদ, প্রাথমিকভাবে এমনটাই ধারণা পুলিশের । তবে এই অবসাদের কারণগুলো খতিয়ে দেখছে পুলিশ । শোনা গেছিল যে, গত ছ'মাসে 7 টি ছবি হারিয়েছেন সুশান্ত । তাই সমস্ত নামী প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছে মুম্বই পুলিশ । তার মধ্যে পড়ছে যশরাজ ফিল্মসও ।

এই নামকরা প্রযোজনা সংস্থার সঙ্গে অভিনেতার কী কী চুক্তি হয়েছিল তার ডিটেলস জানতে চেয়েছে পুলিশ । এক পুলিশ অফিশিয়াল জানিয়েছেন, "পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে । সুশান্তের প্রোফেশনাল রেষারেষি নিয়েও তদন্ত করছে তারা ।"

তিনি আরও জানান, "পুলিশ বেশ কয়েকটি নামকরা প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে । বৃহস্পতিবার যশরাজ ফিল্মসের অফিসেও একটা চিঠি পাঠিয়েছে তারা । অভিনেতার সঙ্গে ওই সংস্থার চুক্তিপত্র খতিয়ে দেখবে মুম্বই পুলিশ ।"

Sushant Singh Rajput contract with Yash Raj Films
শুদ্ধ দেসি রোম্যান্স..

এখনও অবধি যশরাজের সঙ্গে 2 টো ফিল্মে অভিনয় করেছেন সুশান্ত । 2013 সালে 'শুদ্ধ দেসি রোম্যান্স' এবং 2015 সালে 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী' । এছাড়াও শেখর কাপুর পরিচালিত 'পানি' ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্তের ।

তবে এটাও শোনা যায় যে, যশরাজ ফিল্মস এই প্রোজেক্ট থেকে পিছিয়ে গেছিল । পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.