ETV Bharat / sitara

সুশান্তের আত্মহত্যা মামলায় সঞ্জয়লীলাকে সমন পাঠাল পুলিশ - সঞ্জয়লীলা বনসালীর খবর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় সঞ্জয়লীলা বনসালীকে প্রশ্ন করবে মুম্বই পুলিশ । পাঠানো হল সমন । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

Sanjay leela to be questioned on Sushant Singh Rajput case
Sanjay leela to be questioned on Sushant Singh Rajput case
author img

By

Published : Jul 2, 2020, 2:14 PM IST

Updated : Jul 2, 2020, 2:43 PM IST

মুম্বই : সুশান্তের অবসাদের পিছনে কোন কোন বিষয়গুলো দায়ি ছিল তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ । আর সেই জন্য পরিচালক সঞ্জয়লীলা বনসালীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ।

কিন্তু, সঞ্জয়লীলা কেন ? শোনা গেছে তাঁর 'রামলীলা'-তে অভিনয় করার কথা ছিল সুশান্তের । কিন্তু, রাজপুতকে সরিয়ে সেই জায়গা দেওয়া হয় রণবীর সিংকে । কেন এই বদল, সেটা অজ্ঞাত । এই প্রসঙ্গেই পরিচালকের সঙ্গে কথাবার্তা বলবে মুম্বই পুলিশ ।

ইতিমধ্যে সঞ্জয়লীলা বনসালীর বিরুদ্ধে বিহারের হাজিপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির মামলা করেছেন BJP নেতা ডাক্তার অজিত কুমার । তারও আগে আইনজীবী সুধীর কুমার ওঝা মুজ়ফ্ফরপুরের আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ।

Sanjay leela to be questioned on Sushant Singh Rajput case
.

আর এবার মুম্বই পুলিশের তলব । সব মিলিয়ে বেশ জটিলতার মধ্যে জড়িয়ে পড়ছেন এই স্বনামধন্য পরিচালক । শোনা গেছে সমন পাঠানো হয়েছে সঞ্জয়ের কাছে । আগামী দু'দিনের মধ্যে পুলিশের সঙ্গে দেখা করতে হবে তাঁকে ।

সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । অভিযোগ তোলা হয়েছে, যে ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি । বাদ পড়েছিলেন একাধিক ছবি থেকেও । এই সব কারণেই নাকি ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি । আর সেখান থেকেই নাকি বেছে নেন আত্মহননের পথ ।

মুম্বই : সুশান্তের অবসাদের পিছনে কোন কোন বিষয়গুলো দায়ি ছিল তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ । আর সেই জন্য পরিচালক সঞ্জয়লীলা বনসালীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ।

কিন্তু, সঞ্জয়লীলা কেন ? শোনা গেছে তাঁর 'রামলীলা'-তে অভিনয় করার কথা ছিল সুশান্তের । কিন্তু, রাজপুতকে সরিয়ে সেই জায়গা দেওয়া হয় রণবীর সিংকে । কেন এই বদল, সেটা অজ্ঞাত । এই প্রসঙ্গেই পরিচালকের সঙ্গে কথাবার্তা বলবে মুম্বই পুলিশ ।

ইতিমধ্যে সঞ্জয়লীলা বনসালীর বিরুদ্ধে বিহারের হাজিপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির মামলা করেছেন BJP নেতা ডাক্তার অজিত কুমার । তারও আগে আইনজীবী সুধীর কুমার ওঝা মুজ়ফ্ফরপুরের আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ।

Sanjay leela to be questioned on Sushant Singh Rajput case
.

আর এবার মুম্বই পুলিশের তলব । সব মিলিয়ে বেশ জটিলতার মধ্যে জড়িয়ে পড়ছেন এই স্বনামধন্য পরিচালক । শোনা গেছে সমন পাঠানো হয়েছে সঞ্জয়ের কাছে । আগামী দু'দিনের মধ্যে পুলিশের সঙ্গে দেখা করতে হবে তাঁকে ।

সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । অভিযোগ তোলা হয়েছে, যে ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি । বাদ পড়েছিলেন একাধিক ছবি থেকেও । এই সব কারণেই নাকি ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি । আর সেখান থেকেই নাকি বেছে নেন আত্মহননের পথ ।

Last Updated : Jul 2, 2020, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.