ETV Bharat / sitara

সুশান্তের আত্মহত্যা : রেকর্ড করা হল রিয়ার বয়ান

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় নতুন মোড় । রেকর্ড করা হল তাঁর রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বয়ান ।

Sushant Singh rajput suicide
Sushant Singh rajput suicide
author img

By

Published : Jun 18, 2020, 6:58 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বান্দ্রা থানায় ডাকা হল রিয়া চক্রবর্তীকে । সঙ্গে সুশান্তের বাবা আর দুই বোনকেও তলব করা হল । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

সাদা পোশাকে মাস্ক পরে উশকো-খুশকো চুলে এদিন রিয়াকে দেখা গেল বান্দ্রা থানায় । মুখে তাঁর শোকের ছাপ । শোনা গেছে যে, আসন্ন নভেম্বরেই সুশান্তের সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল রিয়ার । সুশান্তের এক দূর সম্পর্কের ভাই এই কথা জানিয়েছেন ।

এখনও অবধি মুম্বই পুলিশ সুশান্তের রাঁধুনী, কেয়ারটেকার ও ম্যানেজারের বয়ান নিয়েছে । এছাড়াও সুশান্তের বন্ধু ও ফিল্মমেকার মুকেশ ছাবড়াকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ ।

মহারাষ্ট্রের হোম মিনিস্টার অনীল দেশমুখ টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন যে, সুশান্তের ডিপ্রেশনের কারণ অনুসন্ধান করবে মুম্বই পুলিশ । সেই পথেই চলেছেন তাঁরা ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বান্দ্রা থানায় ডাকা হল রিয়া চক্রবর্তীকে । সঙ্গে সুশান্তের বাবা আর দুই বোনকেও তলব করা হল । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

সাদা পোশাকে মাস্ক পরে উশকো-খুশকো চুলে এদিন রিয়াকে দেখা গেল বান্দ্রা থানায় । মুখে তাঁর শোকের ছাপ । শোনা গেছে যে, আসন্ন নভেম্বরেই সুশান্তের সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল রিয়ার । সুশান্তের এক দূর সম্পর্কের ভাই এই কথা জানিয়েছেন ।

এখনও অবধি মুম্বই পুলিশ সুশান্তের রাঁধুনী, কেয়ারটেকার ও ম্যানেজারের বয়ান নিয়েছে । এছাড়াও সুশান্তের বন্ধু ও ফিল্মমেকার মুকেশ ছাবড়াকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ ।

মহারাষ্ট্রের হোম মিনিস্টার অনীল দেশমুখ টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন যে, সুশান্তের ডিপ্রেশনের কারণ অনুসন্ধান করবে মুম্বই পুলিশ । সেই পথেই চলেছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.