ETV Bharat / sitara

সুশান্ত মামলায় নতুন মোড়, অমিত শাহের অফিস থেকে চিঠি CBI দপ্তরে - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করুক CBI অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, চিঠি পাঠালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

Amit Shah letter to CBI enquiry for Sushant Singh Rajput
Amit Shah letter to CBI enquiry for Sushant Singh Rajput
author img

By

Published : Jul 15, 2020, 7:55 PM IST

Updated : Jul 15, 2020, 10:35 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছিল মুম্বই পুলিশ । কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট ছিলেন না সুশান্তের কোটি কোটি ফ্যান । CBI তদন্তের দাবি জানিয়ে সোশাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন তাঁরা । সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন তাঁরা । অবশেষে কাজ হল । সুশান্তের মৃত্যুর তদন্তভার CBI-এর হাতেই তুলে দেওয়া হল ।

ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ CBI দপ্তরে চিঠি পাঠিয়েছেন সুশান্তের মৃত্যুর তদন্ত খতিয়ে দেখার বিষয়ে । জানা গেল বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদবের টুইটার হ্যান্ডলের সৌজন্যে ।

পাপ্পু যাদব অমিত শাহকে লিখিত আবেদন জানিয়েছিলেন CBI তদন্তের জন্য । আর সেই চিঠি যে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গৃহীত হয়েছে এবং অমিত শাহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে লিখিতভাবে জানিয়েছেন সুশান্তের মৃত্যুর তদন্তের জন্য, সেকথা পাপ্পুই জানিয়েছেন ।

টুইটারে তিনি অমিত শাহের লেখা চিঠির একটি ছবি শেয়ার করেছেন । পাপ্পু যাদব লিখেছেন, "অমিত শাহজী, আপনি চাইলে এক মিনিটে সুশান্ত মামলায় CBI তদন্ত হতে পারে । বিষয়টা এড়িয়ে যাবেন না !"

দেখে নিন তাঁর টুইট..

  • अमित शाह जी आप चाहें तो एक मिनट में सुशांत मामले की CBI जांच हो सकती है। इसे टालें नहीं!

    बिहार के गौरव फ़िल्म अभिनेता सुशांत सिंह राजपूत जी की संदिग्ध मृत्यु की CBI जांच के लिए केंद्रीय गृह मंत्री जी को पत्र लिख आग्रह किया था।

    उन्होंने कार्रवाई के लिए पत्र अग्रसारित कर दिया है। pic.twitter.com/MWsFBFNN8p

    — Sewak Pappu Yadav (@pappuyadavjapl) July 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছিল মুম্বই পুলিশ । কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট ছিলেন না সুশান্তের কোটি কোটি ফ্যান । CBI তদন্তের দাবি জানিয়ে সোশাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন তাঁরা । সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন তাঁরা । অবশেষে কাজ হল । সুশান্তের মৃত্যুর তদন্তভার CBI-এর হাতেই তুলে দেওয়া হল ।

ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ CBI দপ্তরে চিঠি পাঠিয়েছেন সুশান্তের মৃত্যুর তদন্ত খতিয়ে দেখার বিষয়ে । জানা গেল বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদবের টুইটার হ্যান্ডলের সৌজন্যে ।

পাপ্পু যাদব অমিত শাহকে লিখিত আবেদন জানিয়েছিলেন CBI তদন্তের জন্য । আর সেই চিঠি যে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গৃহীত হয়েছে এবং অমিত শাহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে লিখিতভাবে জানিয়েছেন সুশান্তের মৃত্যুর তদন্তের জন্য, সেকথা পাপ্পুই জানিয়েছেন ।

টুইটারে তিনি অমিত শাহের লেখা চিঠির একটি ছবি শেয়ার করেছেন । পাপ্পু যাদব লিখেছেন, "অমিত শাহজী, আপনি চাইলে এক মিনিটে সুশান্ত মামলায় CBI তদন্ত হতে পারে । বিষয়টা এড়িয়ে যাবেন না !"

দেখে নিন তাঁর টুইট..

  • अमित शाह जी आप चाहें तो एक मिनट में सुशांत मामले की CBI जांच हो सकती है। इसे टालें नहीं!

    बिहार के गौरव फ़िल्म अभिनेता सुशांत सिंह राजपूत जी की संदिग्ध मृत्यु की CBI जांच के लिए केंद्रीय गृह मंत्री जी को पत्र लिख आग्रह किया था।

    उन्होंने कार्रवाई के लिए पत्र अग्रसारित कर दिया है। pic.twitter.com/MWsFBFNN8p

    — Sewak Pappu Yadav (@pappuyadavjapl) July 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jul 15, 2020, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.