মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে । কিন্তু, তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি । এরই মধ্যে কয়েকদিন আগে এই ঘটনায় FIR দায়ের করার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে আবেদন জানিয়েছিলেন BJP সাংসদ মনোজ তিওয়ারি । তবে ঘটনার এতদিন পরও কেন FIR দায়ের করা হল না এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রমনিয়ম স্বামী ।
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । যদিও তাঁর আত্মহত্যার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি । আর তা জানতেই তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ । কিন্তু, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও FIR দায়ের করা হয় । তা নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ।
সম্প্রতি টুইটারে এ নিয়ে মন্তব্য করেন সুব্রমনিয়ম স্বামী । তিনি লেখেন, "মুম্বই পুলিশ কেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এখনও পর্যন্ত FIR দায়ের করল না ? কেন ময়নাতদন্তের রিপোর্টকে প্রাথমিক বলা হল ? তার পিছনে একটাই কারণ রয়েছে । সুশান্তের ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করছেন হাসপাতালের চিকিৎসকরা । অভিনেতাকে বিষ দেওয়া হয়েছিল কি না তা একমাত্র ভিসেরা রিপোর্ট থেকেই জানা যাবে । তাঁর নখও তদন্তের জন্য পাঠানো হয়েছে ।"
-
Why Mumbai Police not filed a FIR on Sushant Singh Rajput? Why post-mortem report been titled provisional? Both for one reason : The Hospital doctors are awaiting SSR’s viscera report from Forensic Department to know whether he had been poisoned. His nails have also been sent
— Subramanian Swamy (@Swamy39) July 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Why Mumbai Police not filed a FIR on Sushant Singh Rajput? Why post-mortem report been titled provisional? Both for one reason : The Hospital doctors are awaiting SSR’s viscera report from Forensic Department to know whether he had been poisoned. His nails have also been sent
— Subramanian Swamy (@Swamy39) July 31, 2020Why Mumbai Police not filed a FIR on Sushant Singh Rajput? Why post-mortem report been titled provisional? Both for one reason : The Hospital doctors are awaiting SSR’s viscera report from Forensic Department to know whether he had been poisoned. His nails have also been sent
— Subramanian Swamy (@Swamy39) July 31, 2020
এর আগে সুশান্তের মৃত্যুতে আত্মহত্যা নয়, হত্যা বলে দাবি তুলেছিলেন সুব্রমনিয়ম স্বামী । আর কেন তিনি হত্যা বলছেন তার প্রমাণ হিসেবে 26টি বিষয়ও তুলে ধরেন । সেই বিষয়গুলি সোশাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি ।