ETV Bharat / sitara

সুশান্তের আত্মহত্যার তত্ত্ব ওড়ালেন কঙ্গনা - Kangana on Sushant case

কঙ্গনা লেখেন, "কোনও মানুষ হঠাৎ একদিন ঘুম থেকে উঠে নিজেকে শেষ করে দিতে পারে না । সুশান্ত বলেছিলেন তাঁকে হেনস্থা করা হচ্ছে, আর নিজের জীবন নিয়ে চিন্তিত ছিলেন । মুভি মাফিয়ারা তাঁকে ব্যান করেছিল । ধর্ষণের মিথ্যে ঘটনায় তাঁকে ফাঁসানো হয়েছিল, তা নিয়েও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ।"

asd
asd
author img

By

Published : Oct 3, 2020, 7:42 PM IST

মুম্বই : ভিসেরা ও ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে সুশান্ত সিং রাজপুতকে খুন করার তত্ত্ব খারিজ করে দিয়েছে AIIMS-এর ফরেনসিক বিশেষজ্ঞদের দল । যদিও চিকিৎসকদের তত্ত্ব মানতে নারাজ কঙ্গনা রানাওয়াত । সোশাল মিডিয়ায় এর বিরুদ্ধে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন তিনি ।

কঙ্গনা লেখেন, "কোনও মানুষ হঠাৎ একদিন ঘুম থেকে উঠে নিজেকে শেষ করে দিতে পারে না । সুশান্ত বলেছিলেন তাঁকে হেনস্থা করা হচ্ছে, আর নিজের জীবন নিয়ে চিন্তিত ছিলেন । মুভি মাফিয়ারা তাঁকে ব্যান করেছিল । ধর্ষণের মিথ্যে ঘটনায় তাঁকে ফাঁসানো হয়েছিল, তা নিয়েও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ।"

  • Young and extraordinary individuals don’t just wake up one fine day and kill themselves. Sushant said he was being bullied and outcast, he feared for his life, he said movie mafia banned him and harassed him, he was mentally affected by being falsely accused of rape #AIIMS

    — Kangana Ranaut (@KanganaTeam) October 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরবর্তী টুইটে বেশ কয়েকটি প্রশ্ন তোলেন কঙ্গনা । লেখেন, "সুশান্ত বারবার বলেছিলেন তাঁকে বড় প্রযোজনা সংস্থাগুলি ব্যান করছে । কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন ? তাঁকে ধর্ষক হিসেবে তুলে ধরে কেন সংবাদমাধ্যম মিথ্যে খবর ছড়িয়েছিল ? কেন মহেশ ভাট সাইকোঅ্যানালিসিসের কাজ করছিলেন ?"

  • With latest progress we need answers to few questions.
    1) SSR repeatedly spoke about big production houses banning him. Who are these people who conspired against him?
    2) Why media spread false news about him being a rapist?
    3) Why was Mahesh Bhatt doing his psychoanalysis?

    — Kangana Ranaut (@KanganaTeam) October 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখার জন্য ডাঃ সুধীর গুপ্তার নেতৃত্বে AIIMS-এর ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তৈরি করা হয় । প্রয়াত অভিনেতার ভিসেরা ও ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে তারা । সম্প্রতি গোটা বিষয় খতিয়ে দেখার পর 29 সেপ্টেম্বর CBI-এর হাতে নিজেদের রিপোর্ট তুলে দিয়েছে ওই ফরেনসিক দল ।

সূত্রের খবর, সুশান্ত আত্মহত্যা করেছেন বলেই সেই রিপোর্টে উল্লেখ করেছে ফরেনসিক বিশেষজ্ঞদের ওই দল । এমনকী, তাঁর পেটে বিষের কোনও হদিশ পায়নি তারা । পাশাপাশি তাঁর গলায় ফাঁসের দাগ ছাড়া আর অন্য কোনও আঘাতের চিহ্নও পাওয়া যায়নি বলে জানানো হয়েছে ।

  • His family complained to cops about the threat to his life way before he died, he wanted to live but quit films, he wanted to settle in Coorg but who blackmailed him? Who cornered him in a way that dying was easier than living? Morally and legally abetment of suicide is a murder.

    — Kangana Ranaut (@KanganaTeam) October 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

AIIMS-এর এই খবর প্রকাশ্যে আসার পরই একাধিক টুইট করেন কঙ্গনা । আরও একটি টুইটে লেখেন, "মৃত্যুর আগে সুশান্তকে হুমকি দেওয়া হচ্ছিল । সেই অভিযোগও পুলিশকে জানানো হয়েছিল তাঁর পরিবারের তরফে । সিনেমা ছেড়ে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন । তিনি কুর্গে গিয়ে থাকতে চেয়েছিলেন । কে তাকে এমনভাবে কোণঠাসা করেছিল যে তাঁর কাছে বেঁচে থাকার থেকে মৃত্যু সহজ ছিল ? নীতিগতভাবে এবং আইনত আত্মহত্যায় প্ররোচনা দেওয়া আসলে খুন ।"

মুম্বই : ভিসেরা ও ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে সুশান্ত সিং রাজপুতকে খুন করার তত্ত্ব খারিজ করে দিয়েছে AIIMS-এর ফরেনসিক বিশেষজ্ঞদের দল । যদিও চিকিৎসকদের তত্ত্ব মানতে নারাজ কঙ্গনা রানাওয়াত । সোশাল মিডিয়ায় এর বিরুদ্ধে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন তিনি ।

কঙ্গনা লেখেন, "কোনও মানুষ হঠাৎ একদিন ঘুম থেকে উঠে নিজেকে শেষ করে দিতে পারে না । সুশান্ত বলেছিলেন তাঁকে হেনস্থা করা হচ্ছে, আর নিজের জীবন নিয়ে চিন্তিত ছিলেন । মুভি মাফিয়ারা তাঁকে ব্যান করেছিল । ধর্ষণের মিথ্যে ঘটনায় তাঁকে ফাঁসানো হয়েছিল, তা নিয়েও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ।"

  • Young and extraordinary individuals don’t just wake up one fine day and kill themselves. Sushant said he was being bullied and outcast, he feared for his life, he said movie mafia banned him and harassed him, he was mentally affected by being falsely accused of rape #AIIMS

    — Kangana Ranaut (@KanganaTeam) October 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরবর্তী টুইটে বেশ কয়েকটি প্রশ্ন তোলেন কঙ্গনা । লেখেন, "সুশান্ত বারবার বলেছিলেন তাঁকে বড় প্রযোজনা সংস্থাগুলি ব্যান করছে । কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন ? তাঁকে ধর্ষক হিসেবে তুলে ধরে কেন সংবাদমাধ্যম মিথ্যে খবর ছড়িয়েছিল ? কেন মহেশ ভাট সাইকোঅ্যানালিসিসের কাজ করছিলেন ?"

  • With latest progress we need answers to few questions.
    1) SSR repeatedly spoke about big production houses banning him. Who are these people who conspired against him?
    2) Why media spread false news about him being a rapist?
    3) Why was Mahesh Bhatt doing his psychoanalysis?

    — Kangana Ranaut (@KanganaTeam) October 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখার জন্য ডাঃ সুধীর গুপ্তার নেতৃত্বে AIIMS-এর ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তৈরি করা হয় । প্রয়াত অভিনেতার ভিসেরা ও ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে তারা । সম্প্রতি গোটা বিষয় খতিয়ে দেখার পর 29 সেপ্টেম্বর CBI-এর হাতে নিজেদের রিপোর্ট তুলে দিয়েছে ওই ফরেনসিক দল ।

সূত্রের খবর, সুশান্ত আত্মহত্যা করেছেন বলেই সেই রিপোর্টে উল্লেখ করেছে ফরেনসিক বিশেষজ্ঞদের ওই দল । এমনকী, তাঁর পেটে বিষের কোনও হদিশ পায়নি তারা । পাশাপাশি তাঁর গলায় ফাঁসের দাগ ছাড়া আর অন্য কোনও আঘাতের চিহ্নও পাওয়া যায়নি বলে জানানো হয়েছে ।

  • His family complained to cops about the threat to his life way before he died, he wanted to live but quit films, he wanted to settle in Coorg but who blackmailed him? Who cornered him in a way that dying was easier than living? Morally and legally abetment of suicide is a murder.

    — Kangana Ranaut (@KanganaTeam) October 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

AIIMS-এর এই খবর প্রকাশ্যে আসার পরই একাধিক টুইট করেন কঙ্গনা । আরও একটি টুইটে লেখেন, "মৃত্যুর আগে সুশান্তকে হুমকি দেওয়া হচ্ছিল । সেই অভিযোগও পুলিশকে জানানো হয়েছিল তাঁর পরিবারের তরফে । সিনেমা ছেড়ে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন । তিনি কুর্গে গিয়ে থাকতে চেয়েছিলেন । কে তাকে এমনভাবে কোণঠাসা করেছিল যে তাঁর কাছে বেঁচে থাকার থেকে মৃত্যু সহজ ছিল ? নীতিগতভাবে এবং আইনত আত্মহত্যায় প্ররোচনা দেওয়া আসলে খুন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.