ETV Bharat / sitara

মুক্তি পেল 'সুরজ পে মঙ্গল ভারী'-র ট্রেলার - 90s Bombay

মুক্তি পেল অভিষেক শর্মা পরিচালিত 'সুরজ পে মঙ্গল ভারী'-র ট্রেলার । মুখ্য চরিত্রে রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, মনোজ বাজপেয়ী, ফতিমা সানা শেখ সহ আরও অনেকে ।

asd
asd
author img

By

Published : Oct 21, 2020, 2:04 PM IST

মুম্বই : মুক্তি পেল 'সুরজ পে মঙ্গল ভারী'-র ট্রেলার । 90-এর দশকের মুম্বইয়ের ছবি তুলে ধরা হয়েছে সেখানে ।

বিয়ে পাগল সুরজ । কিন্তু, কিছুতেই তার বিয়ে হচ্ছে না । যতবার পাত্রীর বাড়িতে যায় ততবারই কোনও না কোনওভাবে বিয়ে ভেস্তে যায় । কীভাবে সেটা সম্ভব তা বুঝতে পারছিল না । অবশেষে মঙ্গলের খোঁজ পায় সে । জানতে পারে কন্যাপক্ষকে তার সম্পর্কে সব তথ্য দিচ্ছিল ওই মঙ্গল । এরপর মঙ্গলের পরিবারের খোঁজ নিতে শুরু করে । জানতে পারে তার এক বোন রয়েছে । সেখান থেকেই গল্পের মধ্যে ঢুকে পড়ে টুইস্ট । এরপর মঙ্গলকে শিক্ষা দেওয়ার জন্য তার বোনের সঙ্গে ডেট করতে শুরু করে । কী হয় তারপর ? শেষ পর্যন্ত কি সুরজের সঙ্গে মঙ্গলের বোনের বিয়ে হবে ? তা জানার জন্য অবশ্য 13 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে । কারণ ওইদিনই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ।

ছবিতে সুরজের চরিত্রে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জকে । আর মঙ্গলের চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী । ছবিতে একাধিক লুকে দেখা যাবে তাঁকে । কখনও মারাঠি মহিলা, কখনও বৃদ্ধ আবার কখনও ডাব্বাওয়ালার চরিত্রে । ট্রেলারে অবশ্য সেই লুকগুলির কিছু ঝলক তুলে ধরা হয়েছে । এছাড়া ছবিতে রয়েছেন ফতিমা সানা শেখ সহ আরও অনেকে ।

asd
মনোজ বাজপেয়ীর লুক

90-এর দশকের মুম্বই ও সেই সময়কার ফ্যাশনের ছবি তুলে ধরা হয়েছে 'সুরজ পে মঙ্গল ভারী'-তে । ছবিটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : মুক্তি পেল 'সুরজ পে মঙ্গল ভারী'-র ট্রেলার । 90-এর দশকের মুম্বইয়ের ছবি তুলে ধরা হয়েছে সেখানে ।

বিয়ে পাগল সুরজ । কিন্তু, কিছুতেই তার বিয়ে হচ্ছে না । যতবার পাত্রীর বাড়িতে যায় ততবারই কোনও না কোনওভাবে বিয়ে ভেস্তে যায় । কীভাবে সেটা সম্ভব তা বুঝতে পারছিল না । অবশেষে মঙ্গলের খোঁজ পায় সে । জানতে পারে কন্যাপক্ষকে তার সম্পর্কে সব তথ্য দিচ্ছিল ওই মঙ্গল । এরপর মঙ্গলের পরিবারের খোঁজ নিতে শুরু করে । জানতে পারে তার এক বোন রয়েছে । সেখান থেকেই গল্পের মধ্যে ঢুকে পড়ে টুইস্ট । এরপর মঙ্গলকে শিক্ষা দেওয়ার জন্য তার বোনের সঙ্গে ডেট করতে শুরু করে । কী হয় তারপর ? শেষ পর্যন্ত কি সুরজের সঙ্গে মঙ্গলের বোনের বিয়ে হবে ? তা জানার জন্য অবশ্য 13 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে । কারণ ওইদিনই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ।

ছবিতে সুরজের চরিত্রে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জকে । আর মঙ্গলের চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী । ছবিতে একাধিক লুকে দেখা যাবে তাঁকে । কখনও মারাঠি মহিলা, কখনও বৃদ্ধ আবার কখনও ডাব্বাওয়ালার চরিত্রে । ট্রেলারে অবশ্য সেই লুকগুলির কিছু ঝলক তুলে ধরা হয়েছে । এছাড়া ছবিতে রয়েছেন ফতিমা সানা শেখ সহ আরও অনেকে ।

asd
মনোজ বাজপেয়ীর লুক

90-এর দশকের মুম্বই ও সেই সময়কার ফ্যাশনের ছবি তুলে ধরা হয়েছে 'সুরজ পে মঙ্গল ভারী'-তে । ছবিটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.