ETV Bharat / sitara

রাজস্থানেও করমুক্ত 'সুপার ৩০' - bollywood

ক'দিন আগেই বিহারে করমুক্ত হয়েছে । এবার রাজস্থানেও করমুক্ত হল 'সুপার 30' ।

রাজস্থানেও করমুক্ত 'সুপার ৩০'
author img

By

Published : Jul 19, 2019, 10:41 AM IST

মুম্বই : বিহারের পর এবার রাজস্থানেও করমুক্ত করা হল 'সুপার ৩০'-কে । রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেলহট টুইট করে বিষয়টি জানিয়েছেন । সঙ্গে তিনি এটাও লেখেন যে, ছবিটি আনন্দ কুমারের জীবনের উপর ছবি বানিয়ে সকলকে অনুপ্রেরণা জুগিয়েছে ।

অশোক গেহলট টুইট করেন, "মনের জোর থাকলে যেকোনও প্রতিকূলতা থেকে সাফল্য পাওয়া যায় । আমাদের এরকম ছবি থেকে অনুপ্রাণিত হওয়া উচিত । যুবসমাজে শিক্ষার গুরুত্ব বোঝানো উচিত । আমি রাজস্থানে এই ছবিটিকে করমুক্ত ঘোষণা করলাম ।"

  • #Super30 based on the real story of Mr. #AnandKumar is an inspiring film of recent times. It is an excellent example of exceptional willpower and determination, that despite all odds- success is achievable.

    — Ashok Gehlot (@ashokgehlot51) July 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম সপ্তাহেই 50 কোটি উপার্জন করে নিয়েছে হৃতিকের 'সুপার ৩০' । কয়েকদিন আগেই বিহার সরকারও ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছে । বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি এই কথা জানিয়েছিলেন ।

  • We must take inspiration from such films and imbibe the value of 'excellence in education' in the youth of our society today. I hereby declare this film tax-free in the state of #Rajasthan.#Super30

    — Ashok Gehlot (@ashokgehlot51) July 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবিতে হৃতিক ছাড়াও মুখ্য চরিত্রে ছিলেন মৃণাল ঠাকুর ও পঙ্কজ ত্রিপাঠী । ছবির গল্প এমন একজন শিক্ষককে নিয়ে, যিনি টপক্লাস ইনস্টিটিউটে পড়ানো ছেড়ে দিয়ে বিনা মূল্যে গরীব বাচ্চাদের পড়ানো শুরু করেন । আনন্দ কুমার চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসা পেয়েছেন হৃতিক ।

বর্তমানে এই ছবি ছাড়াও টাইগার শ্রফের সঙ্গে 'ওয়ার'-র জন্য চর্চায় রয়েছেন বলিউডের 'কৃষ' ।

মুম্বই : বিহারের পর এবার রাজস্থানেও করমুক্ত করা হল 'সুপার ৩০'-কে । রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেলহট টুইট করে বিষয়টি জানিয়েছেন । সঙ্গে তিনি এটাও লেখেন যে, ছবিটি আনন্দ কুমারের জীবনের উপর ছবি বানিয়ে সকলকে অনুপ্রেরণা জুগিয়েছে ।

অশোক গেহলট টুইট করেন, "মনের জোর থাকলে যেকোনও প্রতিকূলতা থেকে সাফল্য পাওয়া যায় । আমাদের এরকম ছবি থেকে অনুপ্রাণিত হওয়া উচিত । যুবসমাজে শিক্ষার গুরুত্ব বোঝানো উচিত । আমি রাজস্থানে এই ছবিটিকে করমুক্ত ঘোষণা করলাম ।"

  • #Super30 based on the real story of Mr. #AnandKumar is an inspiring film of recent times. It is an excellent example of exceptional willpower and determination, that despite all odds- success is achievable.

    — Ashok Gehlot (@ashokgehlot51) July 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম সপ্তাহেই 50 কোটি উপার্জন করে নিয়েছে হৃতিকের 'সুপার ৩০' । কয়েকদিন আগেই বিহার সরকারও ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছে । বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি এই কথা জানিয়েছিলেন ।

  • We must take inspiration from such films and imbibe the value of 'excellence in education' in the youth of our society today. I hereby declare this film tax-free in the state of #Rajasthan.#Super30

    — Ashok Gehlot (@ashokgehlot51) July 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবিতে হৃতিক ছাড়াও মুখ্য চরিত্রে ছিলেন মৃণাল ঠাকুর ও পঙ্কজ ত্রিপাঠী । ছবির গল্প এমন একজন শিক্ষককে নিয়ে, যিনি টপক্লাস ইনস্টিটিউটে পড়ানো ছেড়ে দিয়ে বিনা মূল্যে গরীব বাচ্চাদের পড়ানো শুরু করেন । আনন্দ কুমার চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসা পেয়েছেন হৃতিক ।

বর্তমানে এই ছবি ছাড়াও টাইগার শ্রফের সঙ্গে 'ওয়ার'-র জন্য চর্চায় রয়েছেন বলিউডের 'কৃষ' ।

Intro:Body:

super 30


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.