ETV Bharat / sitara

অ্যামেরিকা ছেড়ে ভারতে ফিরতে চাইছেন সানি - সানি লিওনের খবর

কোরোনার থাবা থেকে বাচ্চাদের সুরক্ষিত রাখতে ভারত থেকে অ্যামেরিকা পাড়ি দিয়েছিলেন সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবর । তবে এখন ভারতে ফেরার জন্য উদগ্রীব অভিনেত্রী ।

Sunny Leone wants to come back to India
Sunny Leone wants to come back to India
author img

By

Published : Jun 4, 2020, 2:13 PM IST

মুম্বই : কোরোনার প্রকোপ যখন বাড়তে থাকে, তখন বাচ্চাদের সুরক্ষার কথা ভেবে অ্যামেরিকায় নিজেদের বাড়ি চলে গেছিলেন সানি আর ড্যানিয়েল । তবে এখন দেশে ফেরার জন্য উদগ্রীব অভিনেত্রী । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনই বললেন অভিনেত্রী ।

সানি বললেন, "মুম্বই ছাড়ার সময় আমার ভালো লাগছিল না । আমি আসতেই চাইছিলাম না । আর সেই কারণেই অ্যামেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিতে এত দেরি করেছিলাম আমরা ।"

তাহলে কেন উড়ে গেলেন সেখানে ? সানি বললেন, "ড্যানিয়েলের মা আর ওঁর পরিবারের সঙ্গে থাকাটা দরকার ছিল । সবার মতো ওঁরাও চাইছিলেন যে, এই সময়ে নিকটাত্মীয়রা কাছে থাকুক ।"

Sunny Leone wants to come back to India
.

তবে এখন ভারতে ফেরার জন্য ছটফট করছেন সানি । তিনি জানালেন, "আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেই আমরা ফেরার পরিকল্পনা করব । যত তাড়াতাড়ি সম্ভব ফিরব । আমরা তো চাই পরের ফ্লাইটেই ভারতে ফিরতে ।"

আন্তঃরাজ্য বিমান পরিষেবা চালু হলেও আন্তর্জাতিক বিমান কবে থেকে চলবে সেই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি আপাতত । অন্ধকারে সানির ভারতে ফেরা ।

মুম্বই : কোরোনার প্রকোপ যখন বাড়তে থাকে, তখন বাচ্চাদের সুরক্ষার কথা ভেবে অ্যামেরিকায় নিজেদের বাড়ি চলে গেছিলেন সানি আর ড্যানিয়েল । তবে এখন দেশে ফেরার জন্য উদগ্রীব অভিনেত্রী । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনই বললেন অভিনেত্রী ।

সানি বললেন, "মুম্বই ছাড়ার সময় আমার ভালো লাগছিল না । আমি আসতেই চাইছিলাম না । আর সেই কারণেই অ্যামেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিতে এত দেরি করেছিলাম আমরা ।"

তাহলে কেন উড়ে গেলেন সেখানে ? সানি বললেন, "ড্যানিয়েলের মা আর ওঁর পরিবারের সঙ্গে থাকাটা দরকার ছিল । সবার মতো ওঁরাও চাইছিলেন যে, এই সময়ে নিকটাত্মীয়রা কাছে থাকুক ।"

Sunny Leone wants to come back to India
.

তবে এখন ভারতে ফেরার জন্য ছটফট করছেন সানি । তিনি জানালেন, "আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেই আমরা ফেরার পরিকল্পনা করব । যত তাড়াতাড়ি সম্ভব ফিরব । আমরা তো চাই পরের ফ্লাইটেই ভারতে ফিরতে ।"

আন্তঃরাজ্য বিমান পরিষেবা চালু হলেও আন্তর্জাতিক বিমান কবে থেকে চলবে সেই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি আপাতত । অন্ধকারে সানির ভারতে ফেরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.