মুম্বই : সানি লিওনের অভিনয় নিয়ে হয়তো সমালোচনা হয়, কিন্তু, তাঁর নাচের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন করা যায় না। সেই সানিই চমকে গেলেন নওয়াজ়ুদ্দিনের নাচের দক্ষতা দেখে। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।
সানি বলেন, "যেদিন প্রথমবার আমি এই সাউন্ডট্র্যাকটা শুনি, তখনই খুব ভালো লেগেছিল। একটা ক্যাচি টিউন, যেটা ধীরে ধীরে তোমার মধ্যে প্রবেশ করতে থাকে। সমস্ত পার্টির প্লেলিস্টে অবশ্যই 'বাতিয়াঁ বুঝাদো' থাকবে।"
তবে শুধুমাত্র গান নিয়ে নয়, সানি ইম্প্রেস্ড আরও একটি কারণে। নওয়াজ়ুদ্দিনের সঙ্গে এই গানে পারফর্ম করেছেন তিনি। নওয়াজ়ের নাচের দক্ষতায় মুগ্ধ সানি। বলেছেন, "নওয়াজ়ের সঙ্গে আমি প্রথমবার স্ক্রিনশেয়ার করছি। ওঁর সঙ্গে কাজ করে আমার অদ্ভুত ভালো লেগেছে। ও এত মজা করতে করতে স্পোর্টিংলি নাচ করে যে, আমি দেখে সারপ্রাইজ়ড হয়ে গেছিলাম।"
দেবমিত্র বিসওয়াল পরিচালিত 'মোতিচুর চাকনাচুর'-এ অভিনয় করছেন আথিয়া শেট্টি ও নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি। ছবিটি মুক্তি পাবে 15 নভেম্বর।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">