ETV Bharat / sitara

সানি লিওন না সানি দেওল? কে আসল বিজেপি প্রার্থী?

author img

By

Published : May 23, 2019, 5:02 PM IST

Updated : May 23, 2019, 6:51 PM IST

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিজেপি প্রার্থী সানি দেওলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সানি লিওনের নাম নিয়ে ফেললেন জার্নালিস্ট।

সানি লিওন

মুম্বই : লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানার জন্য উদগ্রীব দেশ। সমস্ত নিউজ় চ্যানেলগুলোতে সকাল থেকেই চলছে আলোচনা-পর্যালোচনা। আর এইসবের মাঝেই বিজেপি প্রার্থী সানি দেওলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সানি লিওনের নাম নিয়ে ফেললেন এক জার্নালিস্ট। আর মুহূর্তে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ছোট্ট ভুলটা।

সাংবাদিকতার দুনিয়ায় সুপরিচিত সেই জার্নালিস্টের বক্তব্য বেশ মূল্য়বান। ফলে ভুলটা অনেক বেশি হাইলাইটেড হবে সেটাই স্বাভাবিক। খবরটা পৌঁছেছে স্বয়ং সানি লিওনের কানেও। আর তিনি এই পুরো বিষটির প্রতিক্রিয়াস্বরূপ একটি পোস্টও করেছেন সোশাল মিডিয়ায়।

সানি তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "কত ভোটে এগিয়ে???" সঙ্গে একটা মজার ইমোজিও দিয়েছেন সানি। সানির এই রসিকতাবোধ দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা।

  • Leading by How many votes ???? ;) 😜

    — Sunny Leone (@SunnyLeone) May 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি এই খবরও পাওয়া গেল পাঞ্জাবের গুরুদাসপুর কেন্দ্র থেকে জিতে গেছেন সানি দেওল। এই প্রথমবার তিনি নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন।

মুম্বই : লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানার জন্য উদগ্রীব দেশ। সমস্ত নিউজ় চ্যানেলগুলোতে সকাল থেকেই চলছে আলোচনা-পর্যালোচনা। আর এইসবের মাঝেই বিজেপি প্রার্থী সানি দেওলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সানি লিওনের নাম নিয়ে ফেললেন এক জার্নালিস্ট। আর মুহূর্তে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ছোট্ট ভুলটা।

সাংবাদিকতার দুনিয়ায় সুপরিচিত সেই জার্নালিস্টের বক্তব্য বেশ মূল্য়বান। ফলে ভুলটা অনেক বেশি হাইলাইটেড হবে সেটাই স্বাভাবিক। খবরটা পৌঁছেছে স্বয়ং সানি লিওনের কানেও। আর তিনি এই পুরো বিষটির প্রতিক্রিয়াস্বরূপ একটি পোস্টও করেছেন সোশাল মিডিয়ায়।

সানি তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "কত ভোটে এগিয়ে???" সঙ্গে একটা মজার ইমোজিও দিয়েছেন সানি। সানির এই রসিকতাবোধ দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা।

  • Leading by How many votes ???? ;) 😜

    — Sunny Leone (@SunnyLeone) May 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি এই খবরও পাওয়া গেল পাঞ্জাবের গুরুদাসপুর কেন্দ্র থেকে জিতে গেছেন সানি দেওল। এই প্রথমবার তিনি নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন।

Intro:Body:

 


Conclusion:
Last Updated : May 23, 2019, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.