ETV Bharat / sitara

10 কেজির শার্ট পরে ওয়ার্কআউট সানির - sunny 10 kilo workout shirt

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন সানি । যেখানে প্রায় 10 কেজি ওজনের শার্ট পরে ওয়ার্কআউট করতে দেখা গিয়েছে তাঁকে ।

sdf
dsf
author img

By

Published : May 12, 2020, 9:51 AM IST

মুম্বই : গায়ে বিশেষ ধরনের ওয়ার্কআউট শার্ট । যার ওজন প্রায় 10 কেজি । আর ওই পোশাক পরে জগিং করতে করতে স্ট্রলার নিয়ে এগিয়ে যাচ্ছেন সানি । তবে ফাঁকা স্ট্রলার নয় । তার মধ্যে রয়েছে তাঁর সন্তানও । লকডাউনের মধ্যে শরীর ঠিক রাখতে এইরকম নতুন পদ্ধতিতে ওয়ার্কআউট করলেন সানি ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে এখন দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে জিম । কিন্তু, তা বলে বাড়িতে চুপচাপ বসে থাকলে তো আর হয় না । শরীর ঠিক রাখতেই হবে । তাই বাড়িতেই ওয়ার্কআউটের নিত্য নতুন পদ্ধতি বের করছেন তারকারা । আর সেই তালিকায় রয়েছেন সানিও ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । সেখানেই ওই পদ্ধতিতে ওয়ার্কআউট করতে দেখা যায় তাঁকে । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "10 কেজি ওজনের ওয়ার্কআউট শার্ট । আর সেটা পরেই আমি দৌড়াচ্ছি ও স্ট্রলারকে এগিয়ে নিয়ে যাচ্ছি ।"

এরপর তিন সন্তান নিশা, আশের ও নোয়ার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন সানি । ছবির ক্যাপশনে সবাইকে আন্তর্জাতিক মাতৃদিবসের শুভেচ্ছা জানান তিনি । লেখেন, "সব মাকে আন্তজার্তিক মাতৃদিবসের শুভেচ্ছা । মা হওয়ার পর নিজের প্রয়োজনগুলো অনেকটা পিছনে চলে যায় । আমি আর ড্যানিয়েল দু'জনের কাছেই সুযোগ ছিল যে আমরা বাচ্চাদের আরও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, এই অদৃশ্য জীবাণুর থেকে বাঁচাতে পারি । বাড়ি থেকে দূরে আমার আরও একটি বাড়ি আর সেখানকার একটি গুপ্ত বাগান এটি ।" মাতৃদিবসে নিজের মাকেও মিস করছেন বলে ওই পোস্টে জানান সানি ।

লকডাউনের মধ্যে সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সানি । প্রায় প্রতি দিনই কোনও না কোনও ভিডিয়ো শেয়ার করছেন তিনি । কিছুদিন আগে শর্ট ড্রেস পরে ঘর মোছার একটি মজার ভিডিয়ো শেয়ার করেছিলেন ।

মুম্বই : গায়ে বিশেষ ধরনের ওয়ার্কআউট শার্ট । যার ওজন প্রায় 10 কেজি । আর ওই পোশাক পরে জগিং করতে করতে স্ট্রলার নিয়ে এগিয়ে যাচ্ছেন সানি । তবে ফাঁকা স্ট্রলার নয় । তার মধ্যে রয়েছে তাঁর সন্তানও । লকডাউনের মধ্যে শরীর ঠিক রাখতে এইরকম নতুন পদ্ধতিতে ওয়ার্কআউট করলেন সানি ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে এখন দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে জিম । কিন্তু, তা বলে বাড়িতে চুপচাপ বসে থাকলে তো আর হয় না । শরীর ঠিক রাখতেই হবে । তাই বাড়িতেই ওয়ার্কআউটের নিত্য নতুন পদ্ধতি বের করছেন তারকারা । আর সেই তালিকায় রয়েছেন সানিও ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । সেখানেই ওই পদ্ধতিতে ওয়ার্কআউট করতে দেখা যায় তাঁকে । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "10 কেজি ওজনের ওয়ার্কআউট শার্ট । আর সেটা পরেই আমি দৌড়াচ্ছি ও স্ট্রলারকে এগিয়ে নিয়ে যাচ্ছি ।"

এরপর তিন সন্তান নিশা, আশের ও নোয়ার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন সানি । ছবির ক্যাপশনে সবাইকে আন্তর্জাতিক মাতৃদিবসের শুভেচ্ছা জানান তিনি । লেখেন, "সব মাকে আন্তজার্তিক মাতৃদিবসের শুভেচ্ছা । মা হওয়ার পর নিজের প্রয়োজনগুলো অনেকটা পিছনে চলে যায় । আমি আর ড্যানিয়েল দু'জনের কাছেই সুযোগ ছিল যে আমরা বাচ্চাদের আরও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, এই অদৃশ্য জীবাণুর থেকে বাঁচাতে পারি । বাড়ি থেকে দূরে আমার আরও একটি বাড়ি আর সেখানকার একটি গুপ্ত বাগান এটি ।" মাতৃদিবসে নিজের মাকেও মিস করছেন বলে ওই পোস্টে জানান সানি ।

লকডাউনের মধ্যে সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সানি । প্রায় প্রতি দিনই কোনও না কোনও ভিডিয়ো শেয়ার করছেন তিনি । কিছুদিন আগে শর্ট ড্রেস পরে ঘর মোছার একটি মজার ভিডিয়ো শেয়ার করেছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.