ETV Bharat / sitara

সন্তানদের নিয়ে লেকে ঘুরতে গেলেন সানি - Sunny take kids lake

সম্প্রতি তিন সন্তান ও স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে লেকে ঘুরতে যান সানি । আর সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ।

sdf
sdf
author img

By

Published : Jun 26, 2020, 7:25 AM IST

লস অ্যাঞ্জেলস : লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই সন্তানদের নিয়ে ঘুরে বেড়াতে শুরু করে দিয়েছেন সানি লিওনি । সম্প্রতি তিন সন্তান ও স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে লেকে ঘুরতে যান তিনি । আর সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ।

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সানি । প্রথম ছবিতে লেকের ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । এমনকী, লেকে বোটিংও করেন তাঁরা । একটি ছবিতে সানি ও ওয়েবারকে বোটের মধ্যে বসে থাকতে দেখা গিয়েছে । তবে এতদিন বাড়িতে বন্দী থাকার পর খোলা আকাশের নিচে খেলে বেড়াতে পেরে খুশি নিশা, নোয়া ও আশের । সেটা অবশ্য ছবি থেকেই স্পষ্ট ।

ছবির ক্যাপশনে সানি লেখেন, "একটা নতুন জায়গা খুঁজে পেয়েছি, যেখানে সন্তানদের মানুষের থেকে দূরে রাখা যায় । খুব ভালো লাগছে । লেক বালবোয়া !"

লকডাউন জারি হওয়ার সময় তিন সন্তান নিশা, আশের ও নোয়াকে নিয়ে অ্যামেরিকায় চলে যান সানি ও ড্যানিয়েল । কোরোনা সংক্রমণের হাত থেকে সন্তানদের বাঁচাতেই এই সিদ্ধান্ত নেন তাঁরা । সেখানে নিজেদের মতো সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের । কখনও ফার্ম থেকে সবজি তুলছেন । আবার কখনও মুক্ত বাতাস নিতে সময় কাটাচ্ছেন প্রকৃতির মাঝে । আর সেই সব মুহূর্তের ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায় ।

এদিকে লকডাউন শিথিল হওয়ার পর সেখানে খুলে গিয়েছে জিম । তাই জিমেও যেতে দেখা গিয়েছে সানিকে । একটি ভিডিয়ো পোস্ট করে একথা জানান তিনি । ক্যাপশনে লেখেন, "3 মাস পরে অবশেষে খুলল জিম ।"

লস অ্যাঞ্জেলস : লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই সন্তানদের নিয়ে ঘুরে বেড়াতে শুরু করে দিয়েছেন সানি লিওনি । সম্প্রতি তিন সন্তান ও স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে লেকে ঘুরতে যান তিনি । আর সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ।

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সানি । প্রথম ছবিতে লেকের ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । এমনকী, লেকে বোটিংও করেন তাঁরা । একটি ছবিতে সানি ও ওয়েবারকে বোটের মধ্যে বসে থাকতে দেখা গিয়েছে । তবে এতদিন বাড়িতে বন্দী থাকার পর খোলা আকাশের নিচে খেলে বেড়াতে পেরে খুশি নিশা, নোয়া ও আশের । সেটা অবশ্য ছবি থেকেই স্পষ্ট ।

ছবির ক্যাপশনে সানি লেখেন, "একটা নতুন জায়গা খুঁজে পেয়েছি, যেখানে সন্তানদের মানুষের থেকে দূরে রাখা যায় । খুব ভালো লাগছে । লেক বালবোয়া !"

লকডাউন জারি হওয়ার সময় তিন সন্তান নিশা, আশের ও নোয়াকে নিয়ে অ্যামেরিকায় চলে যান সানি ও ড্যানিয়েল । কোরোনা সংক্রমণের হাত থেকে সন্তানদের বাঁচাতেই এই সিদ্ধান্ত নেন তাঁরা । সেখানে নিজেদের মতো সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের । কখনও ফার্ম থেকে সবজি তুলছেন । আবার কখনও মুক্ত বাতাস নিতে সময় কাটাচ্ছেন প্রকৃতির মাঝে । আর সেই সব মুহূর্তের ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায় ।

এদিকে লকডাউন শিথিল হওয়ার পর সেখানে খুলে গিয়েছে জিম । তাই জিমেও যেতে দেখা গিয়েছে সানিকে । একটি ভিডিয়ো পোস্ট করে একথা জানান তিনি । ক্যাপশনে লেখেন, "3 মাস পরে অবশেষে খুলল জিম ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.