মুম্বই : সানি দেওল পরিচালিত 'পল পল দিল কে পাস' ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। পুরোদমে চলছে প্রোমোশনের কাজ। আর সেই কারণেই একটি রিয়েলিটি শোয়ে এসেছিলেন সানি, ধর্মেন্দ্র ও এই ছবির হিরো এবং সানির ছেলে করণ দেওল।
এই রিয়েলিটি শোয়ের বিচারক পদে রয়েছেন মাধুরী দীক্ষিত। মাধুরীর সঙ্গে সানি 'ত্রিদেব' ছবিতে অভিনয় করেছেন। 1989 সালের সেই ছবির গান 'ম্যাঁ তেরি মহব্বত মেঁ ঘায়েল'-এ দু'জনে এদিন স্টেজে এক রোম্যান্টিক মুহূর্ত তৈরি করেন।
তবে এত বছর ধরে এত ছবিতে অভিনয় করেও সানি এখনও রোম্য়ান্টিক গানে পারফর্ম করতে গেলে লজ্জা পেয়ে যান। এদিনের শোয়েও সেই লজ্জা ধরা পড়েছিল সবার চোখে। এই প্রসঙ্গে মাধুরী শেয়ার করেন যে, "আমরা যখন শট দিতাম, তখনও সানি আমার চোখের দিকে তাকাতে পারত না।" সানি নিজেও মেনে নেন তাঁর এই অস্বস্তির কথা।
তবে সিক্সার মারেন অতিথির আসনে বসে থাকা ধর্মেন্দ্র। কথা চলতে চলতে তিনি বলে ওঠেন, "সবকিছু বাবার উপর ছেড়ে দিয়েছে।" তাঁর এই কথায় অডিটোরিয়াম হাসিতে ফেটে পড়ে। রোম্যান্সের ব্যাপারে যে, ধর্মেন্দ্রর তুলনায় সানি পিছিয়ে আছেন অনেকটাই, তা প্রমাণিত হল এই মন্তব্যে। তবে পুরোটাই মজার ছলে বলা কথা।
দেখে নিন সেই ভিডিয়ো..
- " class="align-text-top noRightClick twitterSection" data="">