পাঞ্জাব : নিজের প্রতিনিধি নিয়োগ করার পর থেকেই সোশাল মিডিয়া ব্যবহারকারীরা সমালোচনা করতে শুরু করেন সানির এই সিদ্ধান্তের। তারপরই সানি একটি ক্ল্যারিফিকেশন দেন টুইটারে।
তিনি লেখেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে, বিনা কারণেই একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমি একজন পার্সোনাল অ্যাসিসটেন্টকে কাজ নিয়োগ করেছি, যাতে তিনি আমার গুরুদাসপুরের অফিসে উপস্থিত থাকতে পারেন। কাজের সুবিধার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি আরও লেখেন যে, "আমি সংসদে যেতে পারি বা কাজের জন্য অন্য কোথাও ট্র্যাভেল করতে পারি। তখন যাতে কাজে কোনও ক্ষতি না হয়, সেই জন্যই আমি এই কাজটা করেছি।"
- — Sunny Deol (@iamsunnydeol) July 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Sunny Deol (@iamsunnydeol) July 2, 2019
">— Sunny Deol (@iamsunnydeol) July 2, 2019
যদিও সানির এই ক্ল্যারিফিকেশনেও সন্তুষ্ট নন সমালোচকেরা। অনেকেই এরপরও ট্রোল করেছেন সানিকে।