ETV Bharat / sitara

সাংসদ সানির অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি, সমালোচনায় সোশাল মিডিয়া

গুরুদাসপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদে নিজের জায়গা পাকা করেছেন সানি দেওল। তবে তিনি নিজের এক প্রতিনিধিকে নিয়োগ করেছেন, যিনি সানির পরিবর্তে গুরুদাসপুরের অফিসে উপস্থিত থাকবেন। সানির এই পদক্ষেপে সোশাল মিডিয়ায় সমালোচনার বন্যা বইল। উত্তর দিলেন অভিনেতা।

সানি দেওল
author img

By

Published : Jul 2, 2019, 11:04 PM IST

পাঞ্জাব : নিজের প্রতিনিধি নিয়োগ করার পর থেকেই সোশাল মিডিয়া ব্যবহারকারীরা সমালোচনা করতে শুরু করেন সানির এই সিদ্ধান্তের। তারপরই সানি একটি ক্ল্যারিফিকেশন দেন টুইটারে।

তিনি লেখেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে, বিনা কারণেই একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমি একজন পার্সোনাল অ্যাসিসটেন্টকে কাজ নিয়োগ করেছি, যাতে তিনি আমার গুরুদাসপুরের অফিসে উপস্থিত থাকতে পারেন। কাজের সুবিধার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি আরও লেখেন যে, "আমি সংসদে যেতে পারি বা কাজের জন্য অন্য কোথাও ট্র্যাভেল করতে পারি। তখন যাতে কাজে কোনও ক্ষতি না হয়, সেই জন্যই আমি এই কাজটা করেছি।"

যদিও সানির এই ক্ল্যারিফিকেশনেও সন্তুষ্ট নন সমালোচকেরা। অনেকেই এরপরও ট্রোল করেছেন সানিকে।

সানি দেওল
ট্রোলড সানি
সানি দেওল
সামলোচিত সানি

পাঞ্জাব : নিজের প্রতিনিধি নিয়োগ করার পর থেকেই সোশাল মিডিয়া ব্যবহারকারীরা সমালোচনা করতে শুরু করেন সানির এই সিদ্ধান্তের। তারপরই সানি একটি ক্ল্যারিফিকেশন দেন টুইটারে।

তিনি লেখেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে, বিনা কারণেই একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমি একজন পার্সোনাল অ্যাসিসটেন্টকে কাজ নিয়োগ করেছি, যাতে তিনি আমার গুরুদাসপুরের অফিসে উপস্থিত থাকতে পারেন। কাজের সুবিধার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি আরও লেখেন যে, "আমি সংসদে যেতে পারি বা কাজের জন্য অন্য কোথাও ট্র্যাভেল করতে পারি। তখন যাতে কাজে কোনও ক্ষতি না হয়, সেই জন্যই আমি এই কাজটা করেছি।"

যদিও সানির এই ক্ল্যারিফিকেশনেও সন্তুষ্ট নন সমালোচকেরা। অনেকেই এরপরও ট্রোল করেছেন সানিকে।

সানি দেওল
ট্রোলড সানি
সানি দেওল
সামলোচিত সানি
Intro:Body:

সাংসদ সানি অ্যাপয়েন্ট করলেন প্রতিনিধি, সমালোচনায় সোশাল মিডিয়া



গুরুদাসপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদে নিজের জায়গা পাকা করেছেন সানি দেওল। তবে তিনি নিজের এক প্রতিনিধিকে অ্যাপয়েন্ট করেছেন, যে সানির পরিবর্তে গুরুদাসপুরের অফিসে উপস্থিত থাকবেন। সানির এই পদক্ষেপে সোশাল মিডিয়ায় সমালোচনার বন্যা বইল। উত্তর দিলেন অভিনেতা।



পাঞ্জাব : নিজের প্রতিনিধি অ্যাপয়েন্ট করার পর থেকেই সোশাল মিডিয়া ব্যবহারকারীরা সমালোচনা করতে শুরু করেন সানির এই সিদ্ধান্তের। তারপরই সানি একটি ক্ল্যারিফিকেশন দেন টুইটারে।



তিনি লেখেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে, বিনা কারণেই একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমি একজন পার্সোনাল অ্যাসিসটেন্টকে কাজ নিয়োগ করেছি, যাতে তিনি আমার গুরুদাসপুরের অফিসে উপস্থিত থাকতে পারেন। কাজের সুবিধার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।"



তিনি আরও লেখেন যে, "আমি সংসদে যেতে পারি বা কাজের জন্য অন্য কোথাও ট্র্যাভেল করতে পারি। তখন যাতে কাজে কোনও ব্যাঘাত না ঘটে, সেই জন্যই আমি এই কাজটা করেছি।"



যদিও সানির এই ক্ল্যারিফিকেশনেও সন্তুষ্ট নন সমালোচকেরা। অনেকেই এরপরও ট্রোল করেছেন সানিকে।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.