মুম্বই : বিয়ে করলেন পরিচালক আলি আব্বাস জ়াফর । যদিও, স্ত্রীর নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি । এই বিষয়ে অনুরাগীদের ধোঁয়াশায় রাখলেন তিনি ।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলি । সেখানে এক নব দম্পতিকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে । কিন্তু, কারও মুখ দেখা যাচ্ছে না । আর ছবির ক্যাপশনে তিনি লেখেন, "বিসমিল্লাহ"। তার সঙ্গে একটা হার্ট ইমোজিও জুড়ে দিয়েছেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই আলির ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুরা শুভেচ্ছা জানাতে শুরু করেন তাঁকে । শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে ইনস্টাগ্রামের কমেন্ট বক্স । ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে তাঁর বোন ইসাবেল, অঙ্গদ বেদিসহ আরও অনেকেই শুভেচ্ছা জানান আলিকে ।
সহকারী পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন আলি । এরপর 2011 সালে 'মেরে ব্রাদার কি দুলহান' ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি দিয়েছিলেন । এছাড়া 'সুলতান', 'টাইগার জ়িন্দা হ্যায়' ও 'ভারত'-এর মতো ব্লকবাস্টার ছবি পরিচালনা করেছেন তিনি । সম্প্রতি প্রযোজক হিসেবেও কাজ শুরু করেন । অনন্যা পান্ডে ও ইশান খাট্টার অভিনীত 'খালি পিলি' ছবিটি প্রযোজনা করেন তিনি ।
এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও ডেবিউ করতে চলেছেন আলি । 15 জানুয়ারি অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে তাঁর 'তাণ্ডব' ওয়েব সিরিজ়টি । এই সিরিজ়ের মুখ্যচরিত্রে দেখা যাবে সইফ আলি খান, মহম্মদ জ়িশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, কৃতিকা কামরা, গওহর খান, সুনীল গ্রোভার, দিনো মোরে, অনুপ সোনি, কুমুদ মিশ্র ও সান্ধ্য মৃদুলকে ।