ETV Bharat / sitara

"আমায় নয়, সুশান্তের মৃত্যুর তদন্তকে কোয়ারানটিনে পাঠানো হয়েছিল"

অবশেষে আজ কোয়ারানটিন থেকে মুক্তি দেওয়া হল পটনার SP বিনয় তিওয়ারিকে । এছাড়া মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে আজই পটনা ফিরে যেতে বলা হয় । আগামীকাল পটনায় ফের তিনি কাজে যোগ দেবেন বলে জানা গিয়েছে ।

ে্ি
ে্ি
author img

By

Published : Aug 7, 2020, 10:54 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের জন্য মুম্বইতে যান পটনার SP বিনয় তিওয়ারি । তবে মুম্বইতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁকে BMC-র তরফে জোর করে কোয়ারানটিনে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । অবশেষে আজ কোয়ারানটিন থেকে মুক্তি দেওয়া হল তাঁকে । এছাড়া মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে আজই পটনা ফিরে যেতে বলা হয় । আগামীকাল পটনায় ফের তিনি কাজে যোগ দেবেন বলে জানা গিয়েছে ।

কোয়ারানটিনে থাকার ফলে এতদিন কোনও মন্তব্য করতে পারেননি বিনয় তিওয়ারি । তাঁকে কোয়ারানটিনে পাঠানোর ফলে তদন্তে যে সমস্যা হয়েছে সেই কথাও জানান তিনি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমায় নয় সুশান্তের মৃত্যুর তদন্তকে কোয়ারানটিনে পাঠানো হয়েছিল । বিহার পুলিশের তদন্ত বাধাপ্রাপ্ত হয়েছে ।"

BMC-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "আমাদের তরফে IPS অফিসার বিনয় তিওয়ারিকে হোম কোয়ারানটিন থেকে ছাড়া হল, এবং তাঁর পটনা ফেরার ব্যবস্থা করা হচ্ছে । যাতে তিনি সেখানে গিয়ে কাজ শুরু করতে পারেন ।"

এদিকে কয়েকদিন আগে বিনয় তিওয়ারিকে কোয়ারানটিনে না রাখার জন্য অনুরোধ করা হয়েছিল BMC-র কাছে । কিন্তু, সেই আবেদন নাকচ করে দেয় তারা । টুইট করে একথা জানান বিহারের DGP গুপ্তেশ্বর পান্ডে । টুইটারে DGP লেখেন, "পটনা IG-র তরফে BMC চিফকে একটি চিঠি লেখা হয় । IPS বিনয় তিওয়ারিকে যাতে কোয়ারানটিনে না রাখা হয় সেই আবেদন জানানো হয় ওই চিঠিতে । যদিও তা নাকচ করে দিয়েছে BMC । পটনা পুলিশের কাছে ওই আবেদনের উত্তর দিয়ে একটি চিঠি পাঠায় তারা । এখন 14 দিন আমাদের SP বিনয় তিওয়ারিকে 14 দিন ঘরবন্দী হয়ে থাকতে হবে । BMC-র এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক !"

শুনুন SP-র বক্তব্য

অবশেষে সুশান্ত মৃত্যু মামলার তদন্তভার CBI-এর হাতে যাওয়ার সঙ্গে সঙ্গেই কোয়ারানটিন থেকে মুক্ত করা হয় বিনয় তিওয়ারিকে । তাহলে কি সত্যি আড়াল করতেই তাঁকে কোয়ারানটিনে পাঠানো হয়েছিল ? ইতিমধ্যে এই প্রশ্ন তুলেছেন নেটিজ়েনদের একাংশ ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের জন্য মুম্বইতে যান পটনার SP বিনয় তিওয়ারি । তবে মুম্বইতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁকে BMC-র তরফে জোর করে কোয়ারানটিনে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । অবশেষে আজ কোয়ারানটিন থেকে মুক্তি দেওয়া হল তাঁকে । এছাড়া মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে আজই পটনা ফিরে যেতে বলা হয় । আগামীকাল পটনায় ফের তিনি কাজে যোগ দেবেন বলে জানা গিয়েছে ।

কোয়ারানটিনে থাকার ফলে এতদিন কোনও মন্তব্য করতে পারেননি বিনয় তিওয়ারি । তাঁকে কোয়ারানটিনে পাঠানোর ফলে তদন্তে যে সমস্যা হয়েছে সেই কথাও জানান তিনি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমায় নয় সুশান্তের মৃত্যুর তদন্তকে কোয়ারানটিনে পাঠানো হয়েছিল । বিহার পুলিশের তদন্ত বাধাপ্রাপ্ত হয়েছে ।"

BMC-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "আমাদের তরফে IPS অফিসার বিনয় তিওয়ারিকে হোম কোয়ারানটিন থেকে ছাড়া হল, এবং তাঁর পটনা ফেরার ব্যবস্থা করা হচ্ছে । যাতে তিনি সেখানে গিয়ে কাজ শুরু করতে পারেন ।"

এদিকে কয়েকদিন আগে বিনয় তিওয়ারিকে কোয়ারানটিনে না রাখার জন্য অনুরোধ করা হয়েছিল BMC-র কাছে । কিন্তু, সেই আবেদন নাকচ করে দেয় তারা । টুইট করে একথা জানান বিহারের DGP গুপ্তেশ্বর পান্ডে । টুইটারে DGP লেখেন, "পটনা IG-র তরফে BMC চিফকে একটি চিঠি লেখা হয় । IPS বিনয় তিওয়ারিকে যাতে কোয়ারানটিনে না রাখা হয় সেই আবেদন জানানো হয় ওই চিঠিতে । যদিও তা নাকচ করে দিয়েছে BMC । পটনা পুলিশের কাছে ওই আবেদনের উত্তর দিয়ে একটি চিঠি পাঠায় তারা । এখন 14 দিন আমাদের SP বিনয় তিওয়ারিকে 14 দিন ঘরবন্দী হয়ে থাকতে হবে । BMC-র এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক !"

শুনুন SP-র বক্তব্য

অবশেষে সুশান্ত মৃত্যু মামলার তদন্তভার CBI-এর হাতে যাওয়ার সঙ্গে সঙ্গেই কোয়ারানটিন থেকে মুক্ত করা হয় বিনয় তিওয়ারিকে । তাহলে কি সত্যি আড়াল করতেই তাঁকে কোয়ারানটিনে পাঠানো হয়েছিল ? ইতিমধ্যে এই প্রশ্ন তুলেছেন নেটিজ়েনদের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.