ETV Bharat / sitara

এখনই জামিন নয়, বাড়ল সৌভিক আর মিরান্ডার জেল হেফাজতের মেয়াদ - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত মামলায় আরও 4 দিনের জেলা হেফাজত হল রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী এবং সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার ।

Showvik and mirandapolice custody
Showvik and mirandapolice custody
author img

By

Published : Sep 5, 2020, 6:14 PM IST

মুম্বই : এই মূহূর্তে গোটা দেশ সুশান্ত মুত্যু মামলার দিকে তাকিয়ে । বেশ তৎপরতার সঙ্গে কাজ করছে CBI, ED এবং NCB । প্রতিদিনই কোনও না কোনও আপডেট হচ্ছে কেসে । তবে সৌভিক আর মিরান্ডার গ্রেপ্তার হওয়ার খবর এতদিনের মধ্যে সবথেকে বড় খবর দাবি করাই যায় ।

IANS সূত্রে জানা যাচ্ছে যে, এখনই জামিন হচ্ছে না সৌভিক আর মিরান্ডার । আরও 4 দিন জেলা হেফাজতেই থাকতে হবে তাদের । অর্থাৎ 9 সেপ্টেম্বর অবধি জেল হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে ।

Showvik and mirandapolice custody
রিয়া আর সৌভিক..

এতদিন ধরে সুশান্তের ল্যাপটপ বা ফোনের চ্যাট থেকে যে সমস্ত তথ্য উদ্ধার করা হয়েছে, সেগুলোর ভিত্তিতে সৌভিক আর মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে শোনা যাচ্ছে ।

সূত্রের খবর, রবিবার রিয়াকেও নাকি তলব করবে নারকোটিক্স কন্ট্রোল বিওরো । কারণ জেরার মুখে মিরান্ডা জানিয়েছেন যে, রিয়া ও তার ভাইয়ের পরমার্শেই ড্রাগ লেনদেন করতেন তিনি ।

যদিও রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে বলেছিলেন, "রিয়া জীবনে কখনও মাদক সেবন করেননি । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।"

মুম্বই : এই মূহূর্তে গোটা দেশ সুশান্ত মুত্যু মামলার দিকে তাকিয়ে । বেশ তৎপরতার সঙ্গে কাজ করছে CBI, ED এবং NCB । প্রতিদিনই কোনও না কোনও আপডেট হচ্ছে কেসে । তবে সৌভিক আর মিরান্ডার গ্রেপ্তার হওয়ার খবর এতদিনের মধ্যে সবথেকে বড় খবর দাবি করাই যায় ।

IANS সূত্রে জানা যাচ্ছে যে, এখনই জামিন হচ্ছে না সৌভিক আর মিরান্ডার । আরও 4 দিন জেলা হেফাজতেই থাকতে হবে তাদের । অর্থাৎ 9 সেপ্টেম্বর অবধি জেল হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে ।

Showvik and mirandapolice custody
রিয়া আর সৌভিক..

এতদিন ধরে সুশান্তের ল্যাপটপ বা ফোনের চ্যাট থেকে যে সমস্ত তথ্য উদ্ধার করা হয়েছে, সেগুলোর ভিত্তিতে সৌভিক আর মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে শোনা যাচ্ছে ।

সূত্রের খবর, রবিবার রিয়াকেও নাকি তলব করবে নারকোটিক্স কন্ট্রোল বিওরো । কারণ জেরার মুখে মিরান্ডা জানিয়েছেন যে, রিয়া ও তার ভাইয়ের পরমার্শেই ড্রাগ লেনদেন করতেন তিনি ।

যদিও রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে বলেছিলেন, "রিয়া জীবনে কখনও মাদক সেবন করেননি । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.