ETV Bharat / sitara

দীপিকার ম্যানেজারকে তলব করল NCB - দীপিকা পাড়ুকোনকে তলব NCB

বলিউডে ড্রাগ চক্রের তদন্তে আরও এক ধাপ এগোল নারকোটিক্স কন্ট্রোল বিওরো (NCB) । দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে তলব করল এই কেন্দ্রীয় সংস্থা । গতকালই ড্রাগ চক্রে নাম ওঠে দীপিকার ।

deepika padukone manager summoned
deepika padukone manager summoned
author img

By

Published : Sep 22, 2020, 12:03 PM IST

মুম্বই : বলিউডে ড্রাগ চক্রের তদন্তে এবার উঠে এল দীপিকা পাড়ুকোনের নাম । গতকাল অভিনেত্রীর সঙ্গে তাঁর ম্যানেজারের হোয়াটস্যাপ চ্যাট প্রকাশ্যে আনে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম । সেখানে ড্রাগ সংক্রান্ত কিছু কথাবার্তা দেখা যায় । আজই তাই তলব করা হল দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে ।

শুধু করিশ্মা নন, 'কন ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি'-র CEO ধ্রুব চিটগোপেকারকেও তলব করেছে NCB । করিশ্মা 'কন ট্যালেন্ট....'-এর ম্যানেজার হিসেবেই দীপিকার কাছে কাজ করতেন ।

NCB-র এক উচ্চপদস্থ অফিশিয়াল IANS-কে জানিয়েছেন, "আমরা করিশ্মা প্রকাশকে তলব করেছি, কন-এর ম্যানেজার করিশ্মা । আর ওই কম্পানির CEO ধ্রুব ।"

করিশ্মা ও দীপিকার মধ্যে হওয়া সেই হোয়াটস্যাপ কথোপকথনের ভিত্তিতেই এই সমন পাঠানো হয়েছে, জানালেন সেই অফিশিয়াল ।

deepika padukone manager summoned
ছবি সৌজন্যে IANS

ড্রাগ মামলায় এখনও অবধি 15 জনকে গ্রেপ্তার করেছে NCB । তার মধ্যে সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউজ় ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, কর্মচারী দীপ্তেশ সাওয়ান্ত অন্যতম ।

এদিকে কঙ্গনা রানাওয়াত সোশাল মিডিয়ায় দীপিকার বিরুদ্ধে ক্যাম্পেন শুরু করে দিয়েছেন । টুইটারে ট্রেন্ড করছে হ্যাশট্যাগ 'চরসি দীপিকা' ।

মুম্বই : বলিউডে ড্রাগ চক্রের তদন্তে এবার উঠে এল দীপিকা পাড়ুকোনের নাম । গতকাল অভিনেত্রীর সঙ্গে তাঁর ম্যানেজারের হোয়াটস্যাপ চ্যাট প্রকাশ্যে আনে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম । সেখানে ড্রাগ সংক্রান্ত কিছু কথাবার্তা দেখা যায় । আজই তাই তলব করা হল দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে ।

শুধু করিশ্মা নন, 'কন ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি'-র CEO ধ্রুব চিটগোপেকারকেও তলব করেছে NCB । করিশ্মা 'কন ট্যালেন্ট....'-এর ম্যানেজার হিসেবেই দীপিকার কাছে কাজ করতেন ।

NCB-র এক উচ্চপদস্থ অফিশিয়াল IANS-কে জানিয়েছেন, "আমরা করিশ্মা প্রকাশকে তলব করেছি, কন-এর ম্যানেজার করিশ্মা । আর ওই কম্পানির CEO ধ্রুব ।"

করিশ্মা ও দীপিকার মধ্যে হওয়া সেই হোয়াটস্যাপ কথোপকথনের ভিত্তিতেই এই সমন পাঠানো হয়েছে, জানালেন সেই অফিশিয়াল ।

deepika padukone manager summoned
ছবি সৌজন্যে IANS

ড্রাগ মামলায় এখনও অবধি 15 জনকে গ্রেপ্তার করেছে NCB । তার মধ্যে সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউজ় ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, কর্মচারী দীপ্তেশ সাওয়ান্ত অন্যতম ।

এদিকে কঙ্গনা রানাওয়াত সোশাল মিডিয়ায় দীপিকার বিরুদ্ধে ক্যাম্পেন শুরু করে দিয়েছেন । টুইটারে ট্রেন্ড করছে হ্যাশট্যাগ 'চরসি দীপিকা' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.