ETV Bharat / sitara

শাহরুখ প্রযোজিত প্রথম ওয়েব সিরিজ় 'বেতাল' - বেতাল-এর খবর

এবার ওয়েব সিরিজ় প্রযোজনা করছেন শাহরুখ খান । নাম 'বেতাল' । মুক্তি পাবে 24 মে ।

SRK's production
SRK's production
author img

By

Published : May 5, 2020, 9:28 PM IST

মুম্বই : এবার ওয়েব সিরিজ় প্রযোজনায় করছেন শাহরুখ খান । নেটফ্লিক্সে মুক্তি পাবে সেই ওয়েব সিরিজ় 'বেতাল' । মুক্তির তারিখ 24 মে ।

IANS সূত্রে জানা যাচ্ছে, "সিরিজ়ের বেশিরভাগ শুটিং হয়েছে ভারতেই । মুম্বই, লোনাওয়ালা, খান্ডালাতে শুটিং হয়েছে । ভারতীয় লোকসংস্কৃতিকে নিয়ে গল্প । হরর কনটেন্টের দিক থেকে 'বেতাল'-এর গল্প অবশ্যই একটা নতুনত্ব আনবে । VFX ও প্রস্থেটিকের কিছু অনবদ্য কাজও রয়েছে এখানে ।"

'বেতাল'-এর ফার্স্ট লুক পোস্টার রিলিজ় করা হয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থার পেজ থেকে । সেখানেই স্ট্রিমিংয়ের তারিখ জানানো হয়েছে । সিরিজ়টি পরিচালনা করছেন প্রতীক গ্রাহাম, যিনি এর আগে নেটফ্লিক্সের 'ঘোল' পরিচালনা করেছিলেন ।

বিনীত কুমার, আহানা কুমার সহ আরও অনেকে রয়েছে সিরিজ়টিতে । নেটফ্লিক্সের অন্য়ান্য কনটেন্টের মতো এই কনটেন্ট নিয়েও কৌতুহলী দর্শক ।

মুম্বই : এবার ওয়েব সিরিজ় প্রযোজনায় করছেন শাহরুখ খান । নেটফ্লিক্সে মুক্তি পাবে সেই ওয়েব সিরিজ় 'বেতাল' । মুক্তির তারিখ 24 মে ।

IANS সূত্রে জানা যাচ্ছে, "সিরিজ়ের বেশিরভাগ শুটিং হয়েছে ভারতেই । মুম্বই, লোনাওয়ালা, খান্ডালাতে শুটিং হয়েছে । ভারতীয় লোকসংস্কৃতিকে নিয়ে গল্প । হরর কনটেন্টের দিক থেকে 'বেতাল'-এর গল্প অবশ্যই একটা নতুনত্ব আনবে । VFX ও প্রস্থেটিকের কিছু অনবদ্য কাজও রয়েছে এখানে ।"

'বেতাল'-এর ফার্স্ট লুক পোস্টার রিলিজ় করা হয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থার পেজ থেকে । সেখানেই স্ট্রিমিংয়ের তারিখ জানানো হয়েছে । সিরিজ়টি পরিচালনা করছেন প্রতীক গ্রাহাম, যিনি এর আগে নেটফ্লিক্সের 'ঘোল' পরিচালনা করেছিলেন ।

বিনীত কুমার, আহানা কুমার সহ আরও অনেকে রয়েছে সিরিজ়টিতে । নেটফ্লিক্সের অন্য়ান্য কনটেন্টের মতো এই কনটেন্ট নিয়েও কৌতুহলী দর্শক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.