মুম্বই : এবার ওয়েব সিরিজ় প্রযোজনায় করছেন শাহরুখ খান । নেটফ্লিক্সে মুক্তি পাবে সেই ওয়েব সিরিজ় 'বেতাল' । মুক্তির তারিখ 24 মে ।
IANS সূত্রে জানা যাচ্ছে, "সিরিজ়ের বেশিরভাগ শুটিং হয়েছে ভারতেই । মুম্বই, লোনাওয়ালা, খান্ডালাতে শুটিং হয়েছে । ভারতীয় লোকসংস্কৃতিকে নিয়ে গল্প । হরর কনটেন্টের দিক থেকে 'বেতাল'-এর গল্প অবশ্যই একটা নতুনত্ব আনবে । VFX ও প্রস্থেটিকের কিছু অনবদ্য কাজও রয়েছে এখানে ।"
'বেতাল'-এর ফার্স্ট লুক পোস্টার রিলিজ় করা হয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থার পেজ থেকে । সেখানেই স্ট্রিমিংয়ের তারিখ জানানো হয়েছে । সিরিজ়টি পরিচালনা করছেন প্রতীক গ্রাহাম, যিনি এর আগে নেটফ্লিক্সের 'ঘোল' পরিচালনা করেছিলেন ।
-
Here's 1st look of #Betaal, our upcoming horror-thriller web series, starring @ItsViineetKumar, @AahanaKumra & directed by #PatrickGraham, @iamnm. Produced by @RedChilliesEnt @gaurikhan @_GauravVerma, it premieres May 24 on @NetflixIndia@iamsrk @VenkyMysore @blumhouse #SKGlobal pic.twitter.com/nP0aKt0Ryk
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here's 1st look of #Betaal, our upcoming horror-thriller web series, starring @ItsViineetKumar, @AahanaKumra & directed by #PatrickGraham, @iamnm. Produced by @RedChilliesEnt @gaurikhan @_GauravVerma, it premieres May 24 on @NetflixIndia@iamsrk @VenkyMysore @blumhouse #SKGlobal pic.twitter.com/nP0aKt0Ryk
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) May 5, 2020Here's 1st look of #Betaal, our upcoming horror-thriller web series, starring @ItsViineetKumar, @AahanaKumra & directed by #PatrickGraham, @iamnm. Produced by @RedChilliesEnt @gaurikhan @_GauravVerma, it premieres May 24 on @NetflixIndia@iamsrk @VenkyMysore @blumhouse #SKGlobal pic.twitter.com/nP0aKt0Ryk
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) May 5, 2020
বিনীত কুমার, আহানা কুমার সহ আরও অনেকে রয়েছে সিরিজ়টিতে । নেটফ্লিক্সের অন্য়ান্য কনটেন্টের মতো এই কনটেন্ট নিয়েও কৌতুহলী দর্শক ।