কলকাতা : আমফানের তাণ্ডবে বিধ্বস্ত কলকাতা । মুখ ফিরিয়ে থাকতে পারলেন না বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান । তাঁর KKR টিম ও মীর ফাউন্ডেশন যুগ্ম ভাবে এগিয়ে এল ক্ষতবিক্ষত বাংলাকে সাহায্য করতে ।
শাহরুখ নিজেই টুইটারের মাধ্যমে শেয়ার করেছেন এই খবর । লিখেছেন, "কলকাতা, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে, স্থিতিস্থাপকতা আসে । চল আমরা একসঙ্গে সময়টা পার করি আর আমফানে বিধ্বস্তদের সাহায্য করি ।"
শাহরুখের পোস্টে এও উল্লেখ করা আছে যে, কোন কোন খাতে তিনি অনুদান দেবেন । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য, দুর্গতদের রেশন ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া, ভেঙে যাওয়া বাড়ি তৈরি করতে সাহায্য করা, অ্যাসিড অ্যাটাক সার্ভাইবারদের জীবন তৈরিতে সাহায্য, পাঁচ হাজার বৃক্ষরোপণ করা - এই সব রয়েছে তাঁদের টু ডু লিস্টে ।
দেখে নিন শাহরুখের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">