ETV Bharat / sitara

দৌড়ে ব্রোঞ্চ ও রূপোর মেডেল জিতল শাহরুখের 'গোল্ড মেডেল'! - AbRam won medal

সম্প্রতি আব্রামের স্কুলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় । সেখানে দু'ধরনের দৌড়ে নাম দেয় সে । একটিতে জিতে রূপোর মেডেল ও অন্যটি থেকে ব্রোঞ্চ মেডেল জেতে সে ।

ে্ি
ে্ি
author img

By

Published : Jan 17, 2020, 10:57 PM IST

মুম্বই : ছেলের সাফল্যে বাবা-মায়ের খুশি হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় । আর তা অন্যথা হয়নি শাহরুখ খানের ক্ষেত্রেও । স্কুলের দৌড় প্রতিযোগিতায় মেডেল জিতেছে আব্রাম খান । তাতে খুবই খুশি শাহরুখ । ছেলের সঙ্গে ছবি তুলে পোস্টও করেন তিনি । ছেলেকে 'গোল্ড মেডেল' বলেও সম্বোধন করেন ।

সম্প্রতি আব্রামের স্কুলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় । সেখানে দু'ধরনের দৌড়ে নাম দেয় সে । একটিতে জিতে রূপোর মেডেল ও অন্যটি থেকে ব্রোঞ্চ মেডেল জেতে সে । তার এই সাফল্যে খুশি শাহরুখ । ছেলের সঙ্গে ছবিও তোলেন তিনি । তারপর সেই ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ।

ছবির ক্যাপশনে লেখেন, "আমার ছোটো 'গোল্ড মেডেল' দৌড়ে জিতে রূপো ও ব্রোঞ্চের মেডেল পেয়েছে ।"

অন্যদিকে ছেলের সাফল্যে খুশি গৌরী খানও । বাবা ও ছেলের ছবি শেয়ার করেন তিনি । লেখেন, 'রূপো ও সোনা'।

বেশ কয়েক বছর ধরে সম্পর্কে থাকার পর 1991 সালে গৌরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শাহরুখ । 1997 সালে জন্ম হয় আরিয়ানের । এরপর 2000 সালে জন্মায় সুহানা । তারপর 2013 সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের ।

কাজের দিক থেকে শেষবার শাহরুখকে দেখা গিয়েছিল 'জ়িরো' ছবিতে । সেখানে বামনের ভূমিকায় অভিনয় করেন তিনি । ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা ।

মুম্বই : ছেলের সাফল্যে বাবা-মায়ের খুশি হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় । আর তা অন্যথা হয়নি শাহরুখ খানের ক্ষেত্রেও । স্কুলের দৌড় প্রতিযোগিতায় মেডেল জিতেছে আব্রাম খান । তাতে খুবই খুশি শাহরুখ । ছেলের সঙ্গে ছবি তুলে পোস্টও করেন তিনি । ছেলেকে 'গোল্ড মেডেল' বলেও সম্বোধন করেন ।

সম্প্রতি আব্রামের স্কুলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় । সেখানে দু'ধরনের দৌড়ে নাম দেয় সে । একটিতে জিতে রূপোর মেডেল ও অন্যটি থেকে ব্রোঞ্চ মেডেল জেতে সে । তার এই সাফল্যে খুশি শাহরুখ । ছেলের সঙ্গে ছবিও তোলেন তিনি । তারপর সেই ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ।

ছবির ক্যাপশনে লেখেন, "আমার ছোটো 'গোল্ড মেডেল' দৌড়ে জিতে রূপো ও ব্রোঞ্চের মেডেল পেয়েছে ।"

অন্যদিকে ছেলের সাফল্যে খুশি গৌরী খানও । বাবা ও ছেলের ছবি শেয়ার করেন তিনি । লেখেন, 'রূপো ও সোনা'।

বেশ কয়েক বছর ধরে সম্পর্কে থাকার পর 1991 সালে গৌরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শাহরুখ । 1997 সালে জন্ম হয় আরিয়ানের । এরপর 2000 সালে জন্মায় সুহানা । তারপর 2013 সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের ।

কাজের দিক থেকে শেষবার শাহরুখকে দেখা গিয়েছিল 'জ়িরো' ছবিতে । সেখানে বামনের ভূমিকায় অভিনয় করেন তিনি । ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.