মুম্বই : ছেলের সাফল্যে বাবা-মায়ের খুশি হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় । আর তা অন্যথা হয়নি শাহরুখ খানের ক্ষেত্রেও । স্কুলের দৌড় প্রতিযোগিতায় মেডেল জিতেছে আব্রাম খান । তাতে খুবই খুশি শাহরুখ । ছেলের সঙ্গে ছবি তুলে পোস্টও করেন তিনি । ছেলেকে 'গোল্ড মেডেল' বলেও সম্বোধন করেন ।
সম্প্রতি আব্রামের স্কুলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় । সেখানে দু'ধরনের দৌড়ে নাম দেয় সে । একটিতে জিতে রূপোর মেডেল ও অন্যটি থেকে ব্রোঞ্চ মেডেল জেতে সে । তার এই সাফল্যে খুশি শাহরুখ । ছেলের সঙ্গে ছবিও তোলেন তিনি । তারপর সেই ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ।
ছবির ক্যাপশনে লেখেন, "আমার ছোটো 'গোল্ড মেডেল' দৌড়ে জিতে রূপো ও ব্রোঞ্চের মেডেল পেয়েছে ।"
-
Day at the Races...My little ‘Gold Medal’ with his Silver and Bronze wins at the races today!! pic.twitter.com/1k9NqjB65J
— Shah Rukh Khan (@iamsrk) January 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Day at the Races...My little ‘Gold Medal’ with his Silver and Bronze wins at the races today!! pic.twitter.com/1k9NqjB65J
— Shah Rukh Khan (@iamsrk) January 17, 2020Day at the Races...My little ‘Gold Medal’ with his Silver and Bronze wins at the races today!! pic.twitter.com/1k9NqjB65J
— Shah Rukh Khan (@iamsrk) January 17, 2020
অন্যদিকে ছেলের সাফল্যে খুশি গৌরী খানও । বাবা ও ছেলের ছবি শেয়ার করেন তিনি । লেখেন, 'রূপো ও সোনা'।
-
Silver and bronze pic.twitter.com/8JBp3P5bnf
— Gauri Khan (@gaurikhan) January 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Silver and bronze pic.twitter.com/8JBp3P5bnf
— Gauri Khan (@gaurikhan) January 17, 2020Silver and bronze pic.twitter.com/8JBp3P5bnf
— Gauri Khan (@gaurikhan) January 17, 2020
বেশ কয়েক বছর ধরে সম্পর্কে থাকার পর 1991 সালে গৌরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শাহরুখ । 1997 সালে জন্ম হয় আরিয়ানের । এরপর 2000 সালে জন্মায় সুহানা । তারপর 2013 সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের ।
কাজের দিক থেকে শেষবার শাহরুখকে দেখা গিয়েছিল 'জ়িরো' ছবিতে । সেখানে বামনের ভূমিকায় অভিনয় করেন তিনি । ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা ।