মুম্বই : আজ প্রাক্তন অস্ট্রেলিয় তারকা ব্রেট লির জন্মদিন । সেই উপলক্ষ্যে আজ তাঁকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানান শাহরুখ খান । আর জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি শীঘ্রই তাঁর মুখ থেকে হিন্দি ছবির গান শুনতে চান বলেও জানিয়েছেন বাদশা ।
বলিউড বা সিনেমার প্রতি ব্রেট লির ভালোবাসা কারও অজানা নয় । এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উপলক্ষ্যে দুবাইতে রয়েছেন তাঁরা । আর সেখানেই ব্রেট লির জন্মদিন পালন করা হয় । জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ।
সেই তালিকায় রয়েছেন শাহরুখও । টুইটারে শাহরুখ লেখেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা বন্ধু । আশাকরি শীঘ্রই দেখা হবে আর গিটারের সুরে তোমার গলায় হিন্দি গান শুনতে চাই । তুমি রকস্টার হয়েই থাকো ।"
-
Thanks so much SRK! Very kind of you mate. Let’s have a jam and another sing along soon 🎶 🎸 @iamsrk https://t.co/JtyB9s0hGy
— Brett Lee (@BrettLee_58) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thanks so much SRK! Very kind of you mate. Let’s have a jam and another sing along soon 🎶 🎸 @iamsrk https://t.co/JtyB9s0hGy
— Brett Lee (@BrettLee_58) November 8, 2020Thanks so much SRK! Very kind of you mate. Let’s have a jam and another sing along soon 🎶 🎸 @iamsrk https://t.co/JtyB9s0hGy
— Brett Lee (@BrettLee_58) November 8, 2020
শুভেচ্ছা জানানোর জন্য শাহরুখকে ধন্যবাদ জানান ব্রেট লি । এর পাশাপাশি তিনি লেখেন, "ধন্যবাদ শাহরুখ...শীঘ্রই তোমার সঙ্গে জ্যাম আর একটা গান হবে ।"