মুম্বই : IPL-এ কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান । টিমের সঙ্গে ইমোশনালি খুবই কানেক্টেড অভিনেতা । চেষ্টা করেন প্রতিটি ম্যাচেই থাকতে । তবে প্রথম ম্যাচ জেতার অনুভূতি আজও অমলিন শাহরুখের । আনন্দের চোটে লাফাতে গেছিলেন ব্যালকনি থেকে ।
শাহরুখ বললেন, "প্রথম ম্যাচটা যখন জিতি আমরা, আমি ব্যালকনি থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলাম এক্সাইটমেন্টে । মনে হয় আমার ছেলেমেয়েরা, সম্ভবত সুহানা (মেয়ে) আমায় আটকায় । হয়তো সেই রাত্তিরে উড়েই যেতাম, কিন্তু বাড়িতেই সেটল করি ।"
কোনওদিন 'চক দে ইন্ডিয়া'-র সেই '70 মিনিট'-এর মতো সাড়া জাগানো স্পিচ দিয়েছেন নিজের টিমকে ? এই প্রশ্নে শাহরুখ বলেন, "আমি খুব ছোটোখাটো ম্যাচ খেলেছি । তাই আমি ওঁদের কখনই 'চক দে ইন্ডিয়া'-র মতো লেকচার দিইনি । কোনও দিনই দিইনি ।"
স্টার স্পোর্টসের 'ক্রিকেট কানেক্টেড' শো-এ এই মন্তব্য করেন শাহরুখ । সেখানে KKR-এর প্রাক্তন ক্য়াপ্টেন গৌতম গম্ভীরও উপস্থিত ছিলেন ।
কোরোনার কারণে এই বছরের IPL পিছিয়ে দেওয়া হয়েছে ।