ETV Bharat / sitara

তৈরি হতে শাহরুখের সময় লাগে 5 ঘণ্টা : গৌরী - শাহরুখ খান

কোথায় যেতে গেলে তৈরি হতে শাহরুখের সময় লাগে পাঁচ ঘণ্টা । অন্যদিকে গৌরীর সময় লাগে মাত্র পাঁচ মিনিট । সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন গৌরী নিজেই ।

g
gfh
author img

By

Published : Dec 22, 2019, 3:13 PM IST

মুম্বই : সাজগোজ করতে মেয়েদের অনেক বেশি সময় লাগে । এ কথা নতুন কিছু নয় । তবে মেয়েদের থেকে কোনও অংশে কম যান না শাহরুখ খান । সাজতে নাকি তাঁর সময় লাগে পাঁচ ঘণ্টা । আর এইকথা জানিয়েছেন গৌরী খান নিজেই ।

শাহরুখের মান্নাতে একটি বড় ঘর রয়েছে । আর ওয়াড্রোবে ভরতি সেই ঘর । কোথাও যাওয়ার আগে মোটামুটি সেই ঘরে ঢুকে পড়েন শাহরুখ । সেখানেই সাজগোজের জন্য পাঁচ ঘণ্টা সময় অতিবাহিত করেন । এ প্রসঙ্গে গৌরী বলেন, "কোথাও যাওয়ার জন্য আমার প্রস্তুত হতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট । কিন্তু, শাহরুখের পাঁচ ঘণ্টা সময় লাগে । বাড়িতে শাহরুখের একটি বড় ঘর রয়েছে যার পুরোটাই ভরতি ওয়াড্রবে ।"

তবে সাজগোজ প্রসঙ্গে কী বললেন কিং খান ? তিনি বলেন, "আমি সব জায়গায় একই পোশাক পরে যাই । বেশিরভাগ সময় আমাকে কালো সুট পরতে দেখবেন । এবার আমি যদি সব জায়গায় একই পোশাক পরে যাই তাহলে বাজে লাগবে দেখতে । তাই ওই কালো সুটের মধ্যেই এমন কিছু করি যা দেখতে একটু অন্যরকম হয়ে যায় ।"

সম্প্রতি একটি সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দেন এই তারকা দম্পতি । সেখানেই শাহরুখের এই গোপন কথা শেয়ার করেন গৌরী ।

কাজের দিক থেকে প্রায় অনেক দিন ধরেই বড় পরদায় দেখা যায়নি শাহরুখ খানকে । প্রায় এক বছর ধরে কোনও নতুন প্রোজেক্টে হাত দেননি তিনি । তবে এবার ফের বড় পদরদায় ফিরছেন কিং খান । শোনা যাচ্ছে, পরিচালক রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকের পরবর্তী ছবিতে কাজ করবেন তিনি । সম্ভবত 2020 সালে শুরু হবে শুটিং ।

মুম্বই : সাজগোজ করতে মেয়েদের অনেক বেশি সময় লাগে । এ কথা নতুন কিছু নয় । তবে মেয়েদের থেকে কোনও অংশে কম যান না শাহরুখ খান । সাজতে নাকি তাঁর সময় লাগে পাঁচ ঘণ্টা । আর এইকথা জানিয়েছেন গৌরী খান নিজেই ।

শাহরুখের মান্নাতে একটি বড় ঘর রয়েছে । আর ওয়াড্রোবে ভরতি সেই ঘর । কোথাও যাওয়ার আগে মোটামুটি সেই ঘরে ঢুকে পড়েন শাহরুখ । সেখানেই সাজগোজের জন্য পাঁচ ঘণ্টা সময় অতিবাহিত করেন । এ প্রসঙ্গে গৌরী বলেন, "কোথাও যাওয়ার জন্য আমার প্রস্তুত হতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট । কিন্তু, শাহরুখের পাঁচ ঘণ্টা সময় লাগে । বাড়িতে শাহরুখের একটি বড় ঘর রয়েছে যার পুরোটাই ভরতি ওয়াড্রবে ।"

তবে সাজগোজ প্রসঙ্গে কী বললেন কিং খান ? তিনি বলেন, "আমি সব জায়গায় একই পোশাক পরে যাই । বেশিরভাগ সময় আমাকে কালো সুট পরতে দেখবেন । এবার আমি যদি সব জায়গায় একই পোশাক পরে যাই তাহলে বাজে লাগবে দেখতে । তাই ওই কালো সুটের মধ্যেই এমন কিছু করি যা দেখতে একটু অন্যরকম হয়ে যায় ।"

সম্প্রতি একটি সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দেন এই তারকা দম্পতি । সেখানেই শাহরুখের এই গোপন কথা শেয়ার করেন গৌরী ।

কাজের দিক থেকে প্রায় অনেক দিন ধরেই বড় পরদায় দেখা যায়নি শাহরুখ খানকে । প্রায় এক বছর ধরে কোনও নতুন প্রোজেক্টে হাত দেননি তিনি । তবে এবার ফের বড় পদরদায় ফিরছেন কিং খান । শোনা যাচ্ছে, পরিচালক রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকের পরবর্তী ছবিতে কাজ করবেন তিনি । সম্ভবত 2020 সালে শুরু হবে শুটিং ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.