মুম্বই : অনেকদিন পর সুখবর শাহরুখ খানের ফ্যানেদের জন্য । কারণ শুটিং শুরু করলেন অভিনেতা । তবে তার জন্য তাঁকে কোনও শুটিংফ্লোরে যেতে হল না । বাড়ির ব্যালকনিকেই শুটিং ফ্লোরে পরিণত করলেন শাহরুখ ।
একটি ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় । শাহরুখ দাঁড়িয়ে 'মন্নত'-এর ব্যালকনিতে । তাঁকে কিছু সংলাপ বলতেও দেখা গেল, নাটকীয় কায়দায় অভিনয় করতে দেখা গেল । তবে তিনি ঠিক কী বলছিলেন সেটা শোনা যায়নি ভিডিয়োয় ।
এই ভিডিয়ো সামনে আসার পরই ফ্যানেদের মধ্যে কৌতুহল শুরু হয় যে, কোন ছবির জন্য শুটিং করছেন শাহরুখ ? নাকি বিজ্ঞাপন বা অন্য কোনও প্রোজেক্ট ? কিং খান বলে কথা ! তাঁকে নিয়ে যে একটা তুমুল আগ্রহ তৈরি হবে সেটাই স্বাভাবিক ।
-
King Khan spotted at his balcony!
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) June 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Any guesses what's happening? 😉@iamsrk#ShahRukhKhan pic.twitter.com/WYdS5zkJql
">King Khan spotted at his balcony!
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) June 26, 2020
Any guesses what's happening? 😉@iamsrk#ShahRukhKhan pic.twitter.com/WYdS5zkJqlKing Khan spotted at his balcony!
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) June 26, 2020
Any guesses what's happening? 😉@iamsrk#ShahRukhKhan pic.twitter.com/WYdS5zkJql
2018 সালে আনন্দ এল রাইয়ের 'জ়িরো' ছবিতে শেষ দেখা গেছিল শাহরুখকে । ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে । আর তার পর থেকেই কিং খান নিজের পরবর্তী প্রোজেক্ট নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন । সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেন, এরপর কোন ছবিতে তাঁর অভিনয় করা উচিত...