ETV Bharat / sitara

লকডাউনে কী শিখলেন শাহরুখ ? - শাহরুখ খান শিক্ষা

লকডাউনে কী শিখলেন শাহরুখ ? এক ফ্যানের এই প্রশ্নে ফিলোজ়ফিকাল উত্তর অভিনেতার ।

SRK learns this during lockdown
SRK learns this during lockdown
author img

By

Published : Apr 20, 2020, 8:29 PM IST

মুম্বই : লকডাউনে গৃহবন্দী শাহরুখ খান । সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে । চলছে সমাজসেবা, কোরোনা নিয়ে সচেতনতা তৈরি । তারই মধ্যে কিছু উপলব্ধিও হয়েছে তাঁর । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা ।

সম্প্রতি টুইটারে ফ্যানেদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব করেছিলেন শাহরুখ । লেখেন, "আচ্ছা, একটা ভালো আইডিয়া এসেছে, 'AskSRK' পর্ব করা যাক । তবে বেশিক্ষণের জন্য নয় কিন্তু । কারণ কোনও কাজ না থাকা সত্ত্বেও আমায় যেতে হবে । তাহলে শুরু করা যাক ।"

SRK learns this during lockdown
সৌজন্যে টুইটার

এরপর এক ফ্য়ান তাঁকে প্রশ্ন করেন, "এই সময়ে কী শিখলেন ?"

উত্তরে অভিনেতা বলেন, "এটাই শিখলাম যে, আমাদের একটু শান্ত হতে হবে । চারপাশের জীবন আর প্রকৃতিকে আরও ভালো করে দেখতে হবে, ইনস্ট্য়ান্ট ভালো লাগা নয়।"

SRK learns this during lockdown
সৌজন্যে টুইটার

আর একজন ফ্যান আবার মজা করে লিখেছেন, "আপনার ফিল্মগুলো আমার কোয়ারেন্টাইন এন্টারটেইনমেন্ট । প্রতিদিন একটা করে SRK মুভি, কোরোনাকে দূরে রাখে । আপনি কী বলবেন ?"

উত্তরে শাহরুখ বলেন, "আশা করব এই ভাইরাসটাকে আমরা খুব তাড়াতাড়ি মুছে দিতে পারব । আমি যতগুলো ফিল্ম করেছি, তার থেকেও তাড়াতাড়ি । ইনশাল্লাহ !"

কোরোনা মোকাবিলায় শাহরুখের অবদান ভোলার নয় । দেশজুড়ে বিভিন্ন তহবিলে প্রয়োজন অনুযায়ী অর্থ, খাবার. PPE কিট, কর্মী প্রদান করেছেন তিনি । চলছে সোশাল মিডিয়া ক্যাম্পেনও ।

মুম্বই : লকডাউনে গৃহবন্দী শাহরুখ খান । সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে । চলছে সমাজসেবা, কোরোনা নিয়ে সচেতনতা তৈরি । তারই মধ্যে কিছু উপলব্ধিও হয়েছে তাঁর । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা ।

সম্প্রতি টুইটারে ফ্যানেদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব করেছিলেন শাহরুখ । লেখেন, "আচ্ছা, একটা ভালো আইডিয়া এসেছে, 'AskSRK' পর্ব করা যাক । তবে বেশিক্ষণের জন্য নয় কিন্তু । কারণ কোনও কাজ না থাকা সত্ত্বেও আমায় যেতে হবে । তাহলে শুরু করা যাক ।"

SRK learns this during lockdown
সৌজন্যে টুইটার

এরপর এক ফ্য়ান তাঁকে প্রশ্ন করেন, "এই সময়ে কী শিখলেন ?"

উত্তরে অভিনেতা বলেন, "এটাই শিখলাম যে, আমাদের একটু শান্ত হতে হবে । চারপাশের জীবন আর প্রকৃতিকে আরও ভালো করে দেখতে হবে, ইনস্ট্য়ান্ট ভালো লাগা নয়।"

SRK learns this during lockdown
সৌজন্যে টুইটার

আর একজন ফ্যান আবার মজা করে লিখেছেন, "আপনার ফিল্মগুলো আমার কোয়ারেন্টাইন এন্টারটেইনমেন্ট । প্রতিদিন একটা করে SRK মুভি, কোরোনাকে দূরে রাখে । আপনি কী বলবেন ?"

উত্তরে শাহরুখ বলেন, "আশা করব এই ভাইরাসটাকে আমরা খুব তাড়াতাড়ি মুছে দিতে পারব । আমি যতগুলো ফিল্ম করেছি, তার থেকেও তাড়াতাড়ি । ইনশাল্লাহ !"

কোরোনা মোকাবিলায় শাহরুখের অবদান ভোলার নয় । দেশজুড়ে বিভিন্ন তহবিলে প্রয়োজন অনুযায়ী অর্থ, খাবার. PPE কিট, কর্মী প্রদান করেছেন তিনি । চলছে সোশাল মিডিয়া ক্যাম্পেনও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.