মুম্বই : লকডাউনে গৃহবন্দী শাহরুখ খান । সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে । চলছে সমাজসেবা, কোরোনা নিয়ে সচেতনতা তৈরি । তারই মধ্যে কিছু উপলব্ধিও হয়েছে তাঁর । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা ।
সম্প্রতি টুইটারে ফ্যানেদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব করেছিলেন শাহরুখ । লেখেন, "আচ্ছা, একটা ভালো আইডিয়া এসেছে, 'AskSRK' পর্ব করা যাক । তবে বেশিক্ষণের জন্য নয় কিন্তু । কারণ কোনও কাজ না থাকা সত্ত্বেও আমায় যেতে হবে । তাহলে শুরু করা যাক ।"
এরপর এক ফ্য়ান তাঁকে প্রশ্ন করেন, "এই সময়ে কী শিখলেন ?"
উত্তরে অভিনেতা বলেন, "এটাই শিখলাম যে, আমাদের একটু শান্ত হতে হবে । চারপাশের জীবন আর প্রকৃতিকে আরও ভালো করে দেখতে হবে, ইনস্ট্য়ান্ট ভালো লাগা নয়।"
আর একজন ফ্যান আবার মজা করে লিখেছেন, "আপনার ফিল্মগুলো আমার কোয়ারেন্টাইন এন্টারটেইনমেন্ট । প্রতিদিন একটা করে SRK মুভি, কোরোনাকে দূরে রাখে । আপনি কী বলবেন ?"
উত্তরে শাহরুখ বলেন, "আশা করব এই ভাইরাসটাকে আমরা খুব তাড়াতাড়ি মুছে দিতে পারব । আমি যতগুলো ফিল্ম করেছি, তার থেকেও তাড়াতাড়ি । ইনশাল্লাহ !"
কোরোনা মোকাবিলায় শাহরুখের অবদান ভোলার নয় । দেশজুড়ে বিভিন্ন তহবিলে প্রয়োজন অনুযায়ী অর্থ, খাবার. PPE কিট, কর্মী প্রদান করেছেন তিনি । চলছে সোশাল মিডিয়া ক্যাম্পেনও ।