ETV Bharat / sitara

বাংলার জন্য প্রার্থনা ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখের - শাহরুখ খানের খবর

আমফানে বিধ্বস্ত বাংলার জন্য প্রার্থনা ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খানের । টুইটারে একটি পোস্টের মাধ্যমে বাংলার প্রতি সমবেদনা জানালেন অভিনেতা ।

SRK prays for bengal
SRK prays for bengal
author img

By

Published : May 22, 2020, 7:06 PM IST

মুম্বই : আমফানের তাণ্ডবে ক্ষতবিক্ষত বাংলা । দিল্লি থেকে উড়ে এসেছেন প্রধানমন্ত্রী, ঘোষণা করেছেন ক্ষতিপূরণের । কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে বাংলা ? উত্তর খুঁজছে সবাই । সমবেদনা জানালেন শাহরুখ খান ।

টুইটারে একটি পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসডর । লিখেছেন, "বাংলা আর ওড়িশায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রত্যেককে আমার প্রার্থনা, সমবেদনা আর ভালোবাসা । খবরটা শুনে ভিতরটা কেমন খালি লাগছে । ওঁরা প্রত্যেকে আমার নিজের, একটা পরিবারের মতো ।"

এই অবস্থায় সকলকে শক্ত থাকতে বলেছেন শাহরুখ । যতদিন না সকলের মুখে হাসি ফুটছে, ততদিন লড়াই চালিয়ে যাওয়ার আর্জি অভিনেতার । দেখে নিন টুইট..

  • My prayers, thoughts & love to those affected by the devastation caused by cyclone Amphan in Bengal & Odisha. The news has left me feeling hollow. Each & everyone of them is my own. Like my family. We must stay strong through these testing times until we can smile together again.

    — Shah Rukh Khan (@iamsrk) May 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে পৌঁছেছেন কলকাতায় । হেলিকপ্টারে করে পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো । এক হাজার কোটি টাকার রিলিফ প্যাকজ ঘোষণা প্রধানমন্ত্রীর ।

মুম্বই : আমফানের তাণ্ডবে ক্ষতবিক্ষত বাংলা । দিল্লি থেকে উড়ে এসেছেন প্রধানমন্ত্রী, ঘোষণা করেছেন ক্ষতিপূরণের । কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে বাংলা ? উত্তর খুঁজছে সবাই । সমবেদনা জানালেন শাহরুখ খান ।

টুইটারে একটি পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসডর । লিখেছেন, "বাংলা আর ওড়িশায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রত্যেককে আমার প্রার্থনা, সমবেদনা আর ভালোবাসা । খবরটা শুনে ভিতরটা কেমন খালি লাগছে । ওঁরা প্রত্যেকে আমার নিজের, একটা পরিবারের মতো ।"

এই অবস্থায় সকলকে শক্ত থাকতে বলেছেন শাহরুখ । যতদিন না সকলের মুখে হাসি ফুটছে, ততদিন লড়াই চালিয়ে যাওয়ার আর্জি অভিনেতার । দেখে নিন টুইট..

  • My prayers, thoughts & love to those affected by the devastation caused by cyclone Amphan in Bengal & Odisha. The news has left me feeling hollow. Each & everyone of them is my own. Like my family. We must stay strong through these testing times until we can smile together again.

    — Shah Rukh Khan (@iamsrk) May 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে পৌঁছেছেন কলকাতায় । হেলিকপ্টারে করে পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো । এক হাজার কোটি টাকার রিলিফ প্যাকজ ঘোষণা প্রধানমন্ত্রীর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.