দুবাই : আজ শাহরুখ খানের 55 তম জন্মদিন । আপাতত নিজের IPL টিম 'কলকাতা নাইট রাইডার্স'-এর সঙ্গে দুবাইতেই আছেন অভিনেতা । এমন সুযোগ তো বড় একটা পাওয়া যায় না । বাদশার জন্মদিনে তাঁর সঙ্গে থাকতে পেরে উচ্ছ্বসিত টিমের খেলোয়াড়রা ।
আন্দ্রে রাসেল বলেন, "শাহরুখ খুবই বিনয়ী এবং ঠান্ডা মাথার মানুষ । প্রথম যেদিন দেখা হয় ওঁর সঙ্গে, সেদিনই ও আমায় জড়িয়ে ধরে । এমনিতে আমি খুব কঠিন মানুষ, তবে সেদিন আমিও লজ্জা পেয়ে গেছিলাম ।"
ইয়োন মর্গ্যান তো আবার আরও এক কাঠি উপরে । তিনি বলেন, "সবাই ওঁকে ভারতের টম ক্রুজ় বলে । তবে আমি তো বলব যে, শাহরুখ টম ক্রুজ়ের থেকেও বেশি ইন্টারেস্টিং, রোমাঞ্চকর ।"
দীনেশ কার্তিক মনে করে দেখেন যে, ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে এক অটো ড্রাইভার তাঁকে প্রশ্ন করেন, "আপনি ভারত থেকে এসেছেন ? তার মানেই তো শাহরুখ খান, প্রীতি জ়িন্টা আর বীর-জ়ারা ।"
কমবেশি সমস্ত ক্রিকেটাররাই এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন ।